অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগার একাদশে দুই পরিবর্তন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩২ পিএম, ২০ জুন ২০১৯
অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগার একাদশে দুই পরিবর্তন

ছবি : গেটি ইমেজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেলে সেমিফাইনালের পথে এগিয়ে যাবে বাংলাদেশ। এমন উত্তেজনাপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল।

বৃহস্পতিবার (২০ জুন) বিশ্বকাপের ২৬তম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। ফলে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রথমে বল হাতে মাঠে নামতে হয়েছে। ট্রেন্ট ব্রিজে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মোসাদ্দেক হোসেনের পরিবর্তে একাদশে ঢুকেছেন সাব্বির রহমান। অপর দিকে মোহাম্মদ সাইফউদ্দীনের জায়গায় দলে জায়গায় খেলছেন পেসার রুবেল হোসেন। মোসাদ্দেক-সাইফউদ্দীন দু’জনই চোটে রয়েছেন বলে জানা গেছে।

এদিকে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া একাদশে তিনটি পরিবর্তন আনা হয়েছে। চোট কাটিয়ে ফিরেছেন মার্কাস স্টয়নিস। তার সঙ্গে একাদশে ঢুকেছেন অ্যাডাম জাম্পা আর নাথান কল্টার নাইল। বাদ পড়েছেন শন মার্শ, বেহেরনডর্ফ আর কেন রিচার্ডসন।

বাংলাদেশ একাদশ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসনে।

অস্ট্রেলিয়া একাদশ
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কোস স্টইনিস, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), নাথান কুল্টার-নাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।


শেয়ার করুন :