আইসিসির হল অব ফেমে শচীন টেন্ডুলকার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১২ পিএম, ১৯ জুলাই ২০১৯
আইসিসির হল অব ফেমে শচীন টেন্ডুলকার

ছবি : আইসিসি

আইসিসির হল অব ফেমে নতুন করে নিযুক্ত হলেন ভারতের শচীন টেন্ডুলকার। একই সঙ্গে যুক্ত হয়েছেন দক্ষিণ আফ্রিাকার অ্যালান ডোনাল্ড ও অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার ক্যাথরিন ফিজপ্যাট্রিক।

বৃহস্পতিবার (১৮ জুলাই) লন্ডনে আনুষ্ঠিত চলমান আইসিসি বার্ষিক সম্মেলনে তাদেরকে পরিচয় করিয়ে দেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

২০১৯ হল অব ফেমে যুক্ত হওয়ার মধ্য দিয়ে ষষ্ঠ ভারতীয় হিসেবে এ তালিকায় নাম লেখালেন শচিন। আইসিসির এ তালিকায় নাম লেখানোর প্রথম শর্ত হলো ক্রিকেটারকে কমপক্ষে ৫ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া হতে হবে।
sportsmail24
২০১৩ সালের নভেম্বরে অবসরে যাওয়া ভারতীয় কিংবদন্তির তাই এ তালিকায় নাম তুলতে এত সময় লেগে গেল। ভারতের হয়ে এ তারকা ব্যাটসম্যানের সংগ্রহ ৩৪ হাজার ৩৪৭ রান। একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০টি শতক করার রেকর্ড তার দখলে। এছাড়া তার দখলে রয়েছে ২০০টি উইকেট।

দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ড দেশের হয়ে ৭২টি টেস্ট ও ১৬৪টি একদিনের ম্যাচ খেলে যথাক্রমে ৩৩০ ও ২৭২টি উইকেট দখলে নিয়েছেন। টেস্ট ক্রিকেটে এখনো প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি তিনি।
sportsmail24
অষ্টম নারী ক্রিকেটার হিসেবে আইসিসি হল অব ফেমে জায়গা করে নিয়েছেন ক্যাথরিন। অস্ট্রেলিয়ার হয়ে ২টি বিশ্বকাপ (১৯৯৭ ও ২০০৫) এবং কোচ হিসেবে একটি একদিনের বিশ্বকাপ ও দুটি টি-২০ বিশ্বকাপ জিতেছেন তিনি।

এছাড়া ১৩টি টেস্টে ক্যাথরিন শিকার করেছেন ৬০টি উইকেট। ১০৯টি ওয়ানডে ম্যাচে নিয়েছেন ১৮০ উইকেট।


শেয়ার করুন :


আরও পড়ুন

অবশেষে নিয়ম পাল্টালো আইসিসি

অবশেষে নিয়ম পাল্টালো আইসিসি

জিম্বাবুয়ের সদস্য পদ স্থগিত করলো আইসিসি

জিম্বাবুয়ের সদস্য পদ স্থগিত করলো আইসিসি

আইসিসি এমন নিয়মে ক্ষুব্ধ ক্রিকেট বিশ্ব

আইসিসি এমন নিয়মে ক্ষুব্ধ ক্রিকেট বিশ্ব

বেল নিয়ে আপত্তির জবাব দিয়েছে আইসিসি

বেল নিয়ে আপত্তির জবাব দিয়েছে আইসিসি