ফিক্সিংয়ের কথা স্বীকার করলেন শারজিল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৭ পিএম, ১৯ আগস্ট ২০১৯
ফিক্সিংয়ের কথা স্বীকার করলেন শারজিল

শেষ পর্যন্ত স্পট ফিক্সিংয়ের কথা স্বীকার করলেন পাকিস্তান ক্রিকেট দলের ওপেনার শারজিল খান। পাকিস্তান সুপার লীগে (পিএসএল) স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁঁচ বছরের জন্য নিষিদ্ধ হন শারজিল খান। অবশেষে নিজের ওই কুকর্মের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।

আবারও খেলায় ফিরতে হলে শারজিলকে দোষ স্বীকারের শর্ত দেয় পিসিবি। তারই প্রেক্ষিতে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলেন তিনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন শারজিল। শারজিলের উদ্ধৃতি দিয়ে এক বিবৃতিতে পিসিবি জানায়, দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য আমি পিসিবি, আমার সতীর্থ, ভক্ত ও পরিবারের সবার কাছে নিঃশর্ত ক্ষমা চাইছি।

তিনি আরও বলেন, ‘আমি ক্ষমা চাওয়ার পাশাপাশি আশ্বাস দিচ্ছি যে, ভবিষ্যতে নিজের কাজের প্রতি আরও বেশি দায়িত্বশীল হবো।’

২০১৭ সালে পিএসএলের আসরে ইসলামাবাদ ইউনাটেডের হয়ে খেলেছিলেন শারজিল। ব্যাটিং-এ বেশ কিছু বল ডট করার জন্য জুয়াড়িদের কাছ থেকে দুই মিলিয়ন রুপি নিয়েছিলেন বলে অভিযোগ ওঠে।

পরবর্তীতে তদন্তে অভিযোগের সত্যতা মিললে শারজিলকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে পিসিবি।


শেয়ার করুন :


আরও পড়ুন

অ্যাশেজের তৃতীয় টেস্টেও নেই অ্যান্ডারসন

অ্যাশেজের তৃতীয় টেস্টেও নেই অ্যান্ডারসন

বিশ্বকাপ বাছাই : এই দলই দেশসেরা, দাবি কোচের

বিশ্বকাপ বাছাই : এই দলই দেশসেরা, দাবি কোচের

হাতে সময় থাকায় ফুরফুরে ফিজিও

হাতে সময় থাকায় ফুরফুরে ফিজিও

হ্যাডিনকে আনছে হায়দরাবাদ

হ্যাডিনকে আনছে হায়দরাবাদ