পূর্ণকালীন পরিচালকের দায়িত্বে গ্রায়েম স্মিথ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১১ পিএম, ১৭ এপ্রিল ২০২০
পূর্ণকালীন পরিচালকের দায়িত্বে গ্রায়েম স্মিথ

ফাইল ছবি

ইংল্যান্ড বিশ্বকাপের পরই ঢেলে সাজানো হয় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে। তারই অংশ হিসেবে বিশ্বকাপের পর বোর্ডের পরিচালকের দায়িত্ব দেওয়া হয় দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথকে। শুরুতে মাত্র তিন মাসের জন্য দায়িত্ব নেন স্মিথ। তিন মাস শেষ হলে অতিরিক্ত আরও তিন মাস দায়িত্ব পালন করেন তিনি। তবে এবার পূর্ণকালীন মেয়াদে পরিচালকের দায়িত্ব পাচ্ছেন স্মিথ।

স্মিথের দায়িত্বে গত ৬ মাসে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে ভালো করার ইঙ্গিত মিলেছে। আর তাতেই আরও ২ বছর দায়িত্ব বাড়িয়ে দেওয়া হয়েছে স্মিথকে। ২০২২ সালের মার্চ পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন তিনি।

বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘স্মিথ তার পরিশ্রম, অভিজ্ঞতা এবং ব্যতিক্রমধর্মী সংকল্প দিয়ে গেল ছয় মাসে বড় প্রভাব ফেলেছেন।’

তিনি আরও বলেন, ‘এরই মধ্যে স্মিথ বেশ কিছু কাজ করে ফেলেছেন। তিনি আমাদের বিভিন্ন দলকে এমন করে সাজানোর পরিকল্পনা করেছেন যে, আমরা দূরে আলো দেখতে পাচ্ছি। তিনি এরই মধ্যে দলে পরিবর্তনসহ বেশ কিছু কার্যকর কৌশল নিয়েছেন।’

আরও দুই বছরের জন্য দায়িত্ব পাওয়ায় স্মিথ বলেন, ‘আমার পদটা এখন কিছুটা স্থায়ী বলা চলে। এতে সামনে আরও সহজে কাজ করার সুযোগ তৈরি হলো। প্রধান নির্বাহী যেমনটা বলেছেন, এখনও আমাদের সামনে অনেক কাজ বাকী। শুধু আন্তর্জাতিক পর্যায়ে না, আমাদের পাইপলাইন তৈরির ক্ষেত্রেও। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল আন্তর্জাতিক পর্যায়ে আগে যেমন নেতার আসনে ছিল, আবার সেখানে ফিরিয়ে নিয়ে যেতে চাই।’


শেয়ার করুন :


আরও পড়ুন

শঙ্কায় টেস্ট চ্যাম্পিয়নশিপ, প্রস্তাব বাতিলের

শঙ্কায় টেস্ট চ্যাম্পিয়নশিপ, প্রস্তাব বাতিলের

ক্যারিয়ারের ইতি টানলেন অস্ট্রেলিয়ান দুই আম্পায়ার

ক্যারিয়ারের ইতি টানলেন অস্ট্রেলিয়ান দুই আম্পায়ার

আইপিএল আয়োজন করতে চায় শ্রীলঙ্কা

আইপিএল আয়োজন করতে চায় শ্রীলঙ্কা

কর্মীদের বেতন কাটলো ক্রিকেট অস্ট্রেলিয়া

কর্মীদের বেতন কাটলো ক্রিকেট অস্ট্রেলিয়া