জাতীয় দলে ধোনির সম্ভাবনা দেখছেন না হরভজন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫০ পিএম, ২৬ এপ্রিল ২০২০
জাতীয় দলে ধোনির সম্ভাবনা দেখছেন না হরভজন

ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জাতীয় দলে খেলার আর কোন সম্ভাবনা নেই বলে মনে করেন দেশটির স্পিনার হরভজন সিং। ভারতের সহ-অধিনায়ক রোহিত শর্মার সাথে ইনস্টাগ্রামের লাইভে আড্ডা দেওয়ার সময় তিনি এমন মন্তব্য করেন।

করোনাভাইরাসের কারণে বিশ্বের বেশিরভাগ দেশই লকডাউন। ভারতেও লকডাউন চলছে। এ অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ব্যস্ত রাখছেন বেশিরভাগ মানুষ। ক্রিকেট তারকারাও এর ব্যতিক্রম নন।

সম্প্রতি ভারতের সহ-অধিনায়ক রোহিত শর্মার সাথে ইনস্টাগ্রাম লাইভে আড্ডা দেন হরভজন। ওই লাইভে হরভজন জানান, আরও কয়েক বছর আইপিএল খেললেও জাতীয় দলে ধোনির আর কোন সম্ভাবনা দেখছেন না তিনি।

তিনি বলেন, ‘দেশের হয়ে অনেক দিন খেলেছে ধোনি। দলকে সেরা সাফল্য এনে দিয়েছে। অধিনায়ক হিসেবে দু’টি বিশ্বকাপ জয়, অবিশ্বাস্য। শুধুমাত্র অধিনায়ক হিসেবেই নয়, খেলোয়াড় হিসেবেও দারুণ করেছে ধোনি। তবে আর মনে হয় না, জাতীয় দলের হয়ে সে আর খেলতে পারবে। তবে আইপিএলে আরও তিন-চার বছর খেলতে দেখা যাবে ধোনিকে।’

গত ২৯ মার্চ থেকে আইপিএলের ১৩তম আসর শুরুর নির্ধারিত তারিখ ছিল। ফলে মার্চের শুরু থেকেই নিজের ক্যাম্প শুরু করেছিল চেন্নাই সুপার কিংস। ওই সময় অনেকেই ধোনির ব্যাপারে হরভজনকে প্রশ্ন করেছিল, ধোনি কি আবারও জাতীয় দলে খেলবে!

হরভজন সাফ জানিয়ে দেন, জাতীয় দলে খেলা বা অবসর নেওয়া, সবই ধোনির ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি বলেন, ‘আমি যখন চেন্নাইয়ের ক্যাম্পে ছিলাম। তখন আমাকে অনেকেই ধোনির ব্যাপারে জানতে চেয়েছে। তারা জিজ্ঞাসা করতো, ধোনি কি জাতীয় দলে খেলবে? টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবে? আমি বলেছি, আমি জানি না। এটা ধোনির ব্যক্তিগত সিদ্ধান্ত।’

ইংল্যান্ড বিশ্বকাপের জাতীয় দলের হয়ে সর্বশেষ ক্রিকেট খেলেছেন ৩৮ বছর বয়সী ধোনি। এমনকি ঘরোয়া ক্রিকেটেও কোন ম্যাচ খেলেননি ৯০টি টেস্ট-৩৫০টি ওয়ানডে ও ৯৮টি টি-টোয়েন্টি খেলা ধোনি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

কোহলিদের জন্য অস্ট্রেলিয়ার বিশেষ ফ্লাইট, লক্ষ্য ৩শ মিলিয়ন ডলার

কোহলিদের জন্য অস্ট্রেলিয়ার বিশেষ ফ্লাইট, লক্ষ্য ৩শ মিলিয়ন ডলার

অভিষেকেই জীবনের শেষ টেস্ট ভেবেছিলেন শচীন

অভিষেকেই জীবনের শেষ টেস্ট ভেবেছিলেন শচীন

প্রিয় ক্রিকেট সরঞ্জামাদি নিয়ে নিলামে আসছেন মাশরাফি

প্রিয় ক্রিকেট সরঞ্জামাদি নিয়ে নিলামে আসছেন মাশরাফি

ক্রিকেটে পিচের আকার পরিবর্তন চান রমিজ রাজা

ক্রিকেটে পিচের আকার পরিবর্তন চান রমিজ রাজা