আগ্রাসী ধোনিকে শান্ত বানিয়েছিলেন চ্যাপেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৩ পিএম, ১৫ মে ২০২০
আগ্রাসী ধোনিকে শান্ত বানিয়েছিলেন চ্যাপেল

ক্রিকেট বিশ্বে ফিনিশারের তকমা গায়ে লেগে আছে ভারতের দু’টি বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। অবশ্য ক্রিকেট ক্যারিয়ারটা আগ্রাসী মুডে শুরু করেছিলেন তিনি। তবে ক্যারিয়ার শুরুর অল্পদিনের মধ্যেই ধোনিকে ঠান্ডা মেজাজে রুপান্তিরিত করেন ভারতের সাবেক বির্তকিত কোচ গ্রেগ চ্যাপেল।

তিনি বলেন, ‘আগ্রাসী ধোনিকে চিন্তাশীল ফিনিশার বানিয়েছি আমি। তাকে বুঝিয়েছি, ম্যাচ শেষ করে আসার আনন্দ বা মজা কেমন।’

২০০৫ সালে ভারতের কোচের দায়িত্ব নেন চ্যাপেল। এরপর থেকেই ভারতীয় দলে ঝামেলার সৃষ্টি হয়। ঐ সময়ের সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে সরিয়ে রাহুল দ্রাবিড়ের দলের দায়িত্বে নিয়ে আসেন তিনি। তার অধীনে খেলার সময় অবসরের চিন্তাও করেছিলেন ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। এছাড়াও আরও অনেক বির্তকের জন্ম দেন তিনি। তবে এর মাঝে তার অধীনে দলগত কিছু সাফল্য পেয়েছে ভারত।

সে সময় কিছু খেলোয়াড়দের মৌলিক বিষয়গুলোতে উন্নতির চেষ্টা করেছেন চ্যাপেল। এর মধ্যে ধোনির কথা নিজেই জানালেন চ্যাপেল। বলেন, ‘ধোনিকে প্রথমবার ব্যাট করতে দেখে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। সেই সময়ে ভারতের সবচেয়ে আকর্ষণীয় ক্রিকেটার ছিল ধোনিই। এমন সব জায়গা থেকে শট নিত, যা কেউ কোনও দিন কল্পনাও করতে পারবে না। এ রকম শক্তিশালী ব্যাটসম্যান আমি আগে কখনও দেখিনি।’

ধোনির আগ্রাসী ব্যাটিং মন কাড়ে চ্যাপেলের। ২০০৫ সালে জয়পুরে শ্রীলঙ্কার বিপক্ষে তিন নম্বরে নেমে ১৫টি চার ও ১০টি ছক্কায় ১৪৫ বলে অপরাজিত ১৮৩ রান করেছিলেন ধোনি।

তিন নম্বরে নেমে ওমন ইনিংসের পরও পরের ম্যাচেই ধোনিকে ছয় নম্বরে নামান চ্যাপেল। ঐ ম্যাচে ধোনিকে ম্যাচ শেষ করার চ্যালেঞ্জ দেন চ্যাপেল। তিনি জানান, ‘জয়পুরের পর পরের ম্যাচটাই ছিল পুণেতে। আমি ধোনিকে বলেছিলাম, তুমি প্রতিটা বলই বাউন্ডারি মারার চেষ্টা করো কেন? বুঝে খেলার চেষ্টা করো। তাই ধোনিকে বলা হয় ম্যাচ শেষ করে মাঠ ছাড়ার চ্যালেঞ্জ নিতে।’

তিনি বলেন, ‘যে ধোনি আগের ম্যাচে পাওয়ার হিটিং করেছিল, পরের ম্যাচে সম্পূর্ণ বিপরীত খেলা খেললো। ৪৩ বলে অপরাজিত ৪৫ করে ভারতের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে ধোনি। সেখান থেকেই ম্যাচ শেষ করার উপায় শিখতে পারে ধোনি।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়ানডের নিয়ম নিয়ে কী বলছেন টেন্ডুলকার

ওয়ানডের নিয়ম নিয়ে কী বলছেন টেন্ডুলকার

আইপিএল শিক্ষার নয়, ক্যারিয়ার ধ্বংসের জায়গা: নাসের হুসেন

আইপিএল শিক্ষার নয়, ক্যারিয়ার ধ্বংসের জায়গা: নাসের হুসেন

অধিনায়ক হিসেবে পন্টিংয়ের চেয়ে এগিয়ে ধোনি : হাসি

অধিনায়ক হিসেবে পন্টিংয়ের চেয়ে এগিয়ে ধোনি : হাসি

আমিও চাপ অনুভব করি, ভয় পাই : ধোনি

আমিও চাপ অনুভব করি, ভয় পাই : ধোনি