কোহলি সেরা ব্যাটসম্যান, তবে সেরা ক্যাপ্টেন ধোনি : ধাওয়ান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২০ পিএম, ১৫ মে ২০২০
কোহলি সেরা ব্যাটসম্যান, তবে সেরা ক্যাপ্টেন ধোনি : ধাওয়ান

ভারতীয় জাতীয় ক্রিকেট দলের বাঁ-হাতি ওপেনার শিখর ধাওয়ান তার ক্রিকেটীয় জীবনে প্রিয় পার্টনার ও অধিনায়ক বেছে নিয়েছেন। কোন প্রকার প্যাচ বা রাখঢাক না রেখে সোজাসুজি জানিয়েছে দিয়েছেন তিনি।

সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভ ভিডিও চ্যাটে ইরফান পাঠানের সঙ্গে র‍্যাপিড ফায়ার রাউন্ডে শিখর ধাওয়ান বলেন, ‘সেরা ব্যাটিং পার্টনার অবশ্যই রোহিত শর্মা। গত বছর বিশ্বকাপে অসাধারণ ব্যাট করেছিল। পাঁচটা সেঞ্চুরি করেছিল ও।’

পছন্দের অধিনায়ক সম্পর্কে ধাওয়ান বলেন, ‘এ মুহূর্তে ভারতীয় দলের সেরা ব্যাটসম্যান অবশ্য বিরাট কোহালি। আর আমি খেলেছি মাত্র দু’জন অধিনায়ক, মহেন্দ্র সিংহ ধোনি ও বিরাট কোহালির নেতৃত্বে। এ দু’জনের মধ্যে সেরা ক্যাপ্টেন ধোনি ভাই।’

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেই তিন ফরম্যাটে অভিষেক ঘটেছিল ধাওয়নের। ধোনি অধিনায়ক থাকাকালীন ১২ টেস্ট, ৫৬ একদিনের ম্যাচ ও ২১ টি-টোয়েন্টি খেলেছেন ভারতীয় বাঁ-হাতি ওপেনার শিখর ধাওয়ান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি, ওপেনিংয়ে লোকেশ রাহুলের সঙ্গে লড়াই নিয়েও কথা বলেছেন তিনি। বলেন, ‘আমি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছি। নিজের ফিটনেস নিয়ে খাটছি। যখনই সুযোগ আসুক না কেন, আমি তৈরি থাকব।’

তিনি আরও বলেন, ‘দল নির্বাচন আমার হাতে নেই। গত বছর অনেকটা সময়ই আমি চোটের জন্য বাইরে ছিলাম। আর লোকেশ রাহুল ভালো খেলছে। নিজের ব্যাটিংকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছে। আমি অবশ্য বরাবরের মতো একই রকম আছি। জানি, আইসিসি প্রতিযোগিতায় যখনই খেলি, তখনই নিজের পারফরম্যান্স ভালো হতে থাকে।’

জাতীয় দলে ওপেনার হিসেবে নিজের দায়িত্ব সম্পর্কে স্পষ্ট ধারণাও দেন ধাওয়ান। বলেন, ‘আমার কাজ হলো রান করা। শুরুটা ভালো করে অবদান রাখার চেষ্টা করি। ম্যাচে প্রভাব ফেলার মতো ক্রিকেটার হতে হবে আমাকে। আর দলে এ ভূমিকাতেই দেখতে চাই নিজেকে।’

কোন বোলারকে খেলতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন? -ইরফান পাঠানেরে এমন প্রশ্নে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের নাম বলেন শিখর ধাওয়ান। পাশাপাশি বলেন, ‘আট বছর ধরে জাতীয় দলের ওপেনিং করছি। নিশ্চিত ভাবেই পেসারদের খেলতে পারি। যদি প্রথম ওভারে খেলতে না হয়, তাহলে দ্বিতীয় ওভারে তো হয়ই। টিম ইন্ডিয়ার হয়ে তিন ফরম্যাটেই ওপেন করেছি। তবে হ্যাঁ, সিমিং উইকেটে খেলা কঠিন। তার মধ্যেও আমরা ঠিক লড়াই চালিয়ে যাই।’

চলমান পরিস্থিতিতে আইপিএল নিয়েও কথা বলেন ধাওয়ান। বলেন, ‘অবশ্যই আইপিএল হওয়া উচিৎ, তাহলে মানুষ কিছুটা সদর্থক হতে পারবে। বর্তমানে শুধু করোনাভাইরাসের খবর রয়েছে এবং ভয় রয়েছে তা ঘিরে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস]


শেয়ার করুন :


আরও পড়ুন

কোহলির চোখে ভারতের সেরা ফিল্ডার যিনি

কোহলির চোখে ভারতের সেরা ফিল্ডার যিনি

অধিনায়ক হিসেবে পন্টিংয়ের চেয়ে এগিয়ে ধোনি : হাসি

অধিনায়ক হিসেবে পন্টিংয়ের চেয়ে এগিয়ে ধোনি : হাসি

আগ্রাসী ধোনিকে শান্ত বানিয়েছিলেন চ্যাপেল

আগ্রাসী ধোনিকে শান্ত বানিয়েছিলেন চ্যাপেল

জাতীয় দলে ধোনির সম্ভাবনা দেখছেন না হরভজন

জাতীয় দলে ধোনির সম্ভাবনা দেখছেন না হরভজন