‘দুসরা’ নামের উৎপত্তির রহস্য ফাঁস করলেন সাকলাইন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ২২ মে ২০২০
‘দুসরা’ নামের উৎপত্তির রহস্য ফাঁস করলেন সাকলাইন

ব্যাটসম্যানকে পরাস্ত করতে স্পিন বোলাররা তাদের অন্যতম প্রধান অস্ত্র 'দুসরা' ব্যবহার করে থাকেন। দুসরা আবিষ্কার করেছিলেন পাকিস্তানের সাবেক স্পিনার সাকলাইন মুস্তাক। সেই সময়ে বিশ্বের নামীদামী সব ব্যাটসম্যানরা দুসরা সামলাতে বেগ পেয়েছিলেন।

এই দুসরা নামটা এলো কী ভাবে? কে দিয়েছিলেন দুসরা নাম? সাবেক পাক স্পিনার তার ইউটিউব চ্যানেলে ‘দুসরা’র নামকরণের রহস্য ফাঁস করেছেন। সাকলাইন জানিয়েছেন, সাবেক পাক উইকেটরক্ষক মইন খান নাম দিয়েছিলেন ‘দুসরা’।

উইকেটের পিছনে দাঁড়িয়ে মইন সাবেক পাক অফ স্পিনারকে বলে দিতেন, কখন ‘দুসরা’ করতে হবে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দলের বিরুদ্ধে খেলার সময়ে মইন উইকেটের পিছন থেকে সাকলাইনকে ‘দুসরা’ দেওয়ার পরামর্শ দিতেন। সাকলাইনও সেই মতো ‘দুসরা’ দিতেন।

তিনি বলেন, ‘ইংল্যান্ড, অস্ট্রেলয়া, দক্ষিণ আফ্রিকার মতো দলের বিরুদ্ধে খেলার সময়ে মইন খান দুসরা দেওয়ার কথা বললেও, ভারত বা বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে দুসরা দেওয়ার কথা বলত না। কারণ ভারত ও বাংলাদেশের ক্রিকেটাররা দুসরা শব্দটার সঙ্গে পরিচিত ছিল।’

সময়ের সাথে সাথে অন্যান্য অফ স্পিনাররাও দুসরা আয়ত্ত্ব করে আর পরবর্তীকালে তা প্রয়োগ করেন। আর তাতে তারা বেশ সফলতাও পেয়েছেন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সৌরভকে আইসিসির নেতৃত্বে চান স্মিথ

সৌরভকে আইসিসির নেতৃত্বে চান স্মিথ

ভেতরের কথা ভেতরে থাকাই ভালো : মাহমুদউল্লাহ

ভেতরের কথা ভেতরে থাকাই ভালো : মাহমুদউল্লাহ

বিপিএল খেলতে আগ্রহী কেন উইলিয়ামসন

বিপিএল খেলতে আগ্রহী কেন উইলিয়ামসন

আগস্টে মাঠে গড়াচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ

আগস্টে মাঠে গড়াচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ