এ জয় ভাষায় ব্যাখ্যা করতে পারবো না: জ্যোতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৫ পিএম, ১৪ মার্চ ২০২২
এ জয় ভাষায় ব্যাখ্যা করতে পারবো না: জ্যোতি

বিশ্বকাপের মতো বড় মঞ্চে প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের তৃতীয় ম্যাচেই বিশ্বমঞ্চে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে ৯ রানে হারিয়ে দিয়েছে বাঘিনীরা। এমন জয়ে আনন্দের ভাষা খুঁজে পাচ্ছেন না অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

সোমবার (১৪ মার্চ) টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৩৪ রানের লড়াকু সংগ্রহ গড়ে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৫ রান করতে সক্ষম হয় পাকিস্তান। হার মেনে নেয় ৯ রানে।

ম্যাচ শেষে জয়ের অনুভূতি বর্ননা করতে গিয়ে জ্যোতি জানান, এই জয় ভাষায় ব্যাখা করার মতো নয়। বাঘিনীদের দলনেত্রী বলেন, ‘এই জয় আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। বিশ্বকাপে এটাই আমাদের (নারীদের) প্রথম জয়। আজ আমরা ইতিহাস সৃষ্টি করেছি। বাকি ম্যাচগুলোতে জয়ের ধারা ধরে রাখতে চাই।’

পাকিস্তানের বিপক্ষে জয়ের টোটকাটাও ব্যাখা করলেন জ্যোতি। নজর দিয়েছিলেন স্পিনে। তিনি বলেন, ‘আমি এখানে দুটি ম্যাচ দেখেছি। দুই ম্যাচেই স্পিনারদের আধিপত্য ছিল। আমি ভেবেছিলাম যদি সালমা তার সেরাটা দিতে পারে, আমি তাকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবো।’

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে বেশ আত্মবিশ্বাসী ছিলেন জ্যোতি। কেননা, এর আগেও পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়েছিলেন তারা। তিনি বলেন, ‘আমরা পাকিস্তানকে খুব ভালো করে চিনি। আমরা একে অপরের বিপক্ষে অনেকবার খেলেছি। কোয়ালিফায়ারেও আমরা শেষ ওভারে তাদেরকে হারিয়েছি।’

এ জয় সামনের ম্যাচগুলোয় ভালো খেলতে আত্মবিশ্বাস যোগাবে বলেই জ্যোতির ধারণা। দলের উপর বিশ্বাস আছে জানিয়ে অধিনায়ক বলেন, ‘জয় আমাদের আত্মবিশ্বাস যোগায়। আমরা সবসময় এই রিদমটা চেয়েছিলাম। আমরা দিন দিন উন্নতি করছি। আমরা জানি যে, আমরা একটি ভারসাম্য দল।’

এই ম্যাচে আলোটা নিজের দিকে টেনে নিয়েছেন লেগ-স্পিনার ফাহিমা খাতুন। ম্যাচসেরাও হয়েছেন তিনি। ম্যাচ শেষে ফাহিমা বলেন, ‘সবার প্রথমেই আমি সর্বশক্তিমান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। আমি সবসময় আমার দলের জন্য খেলতে প্রস্তুত। আমি নার্ভাস ছিলাম না।’

ফাহিমা চেয়েছিলেন সঠিক জায়গায় বল করে যেতে। পরিকল্পনা কাজে লাগিয়েই সফল তিনি। এই লেগি বলেন, ‘আমি সঠিক জায়গায় বল করেছি, তাতেই সাফল্য এসেছে। এটা খুবই স্পোর্টিং উইকেট ছিল। আমি সত্যিই খুব আনন্দিত এবং ভালো লাগছে যে, আমি আমার দলের জন্য পারফর্ম করতে পেরেছি।’

বিশ্বকাপে তিন ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে আট দলের মধ্যে ছয় নাম্বারে আছে বাংলাদেশ। বাংলাদেশের মেয়েদের পরের ম্যাচ ১৮ মার্চ (শুক্রবার)। সেদিন ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের মুখোমুখি হবে জ্যোতিরা।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :