ভারতের বিপক্ষে অধিনায়ক লিটন দাস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ০২ ডিসেম্বর ২০২২
ভারতের বিপক্ষে অধিনায়ক লিটন দাস

সফরকারী ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন ওপেনার লিটন দাস। কুচকির ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল সিরিজ থেকে ছিটকে গেছেন। তামিম খেলতে না পারায় বিসিবি লিটনকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপরারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, “দলের অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে লিটনের নেতৃত্ব দেওয়ার সকল গুণাবলী রয়েছে।”

তিনি আরও বলেন, “তার (লিটন) মধ্যে ক্রিকেটীয় দূরদৃষ্টি আছে এবং খেলাটি খুব ভালোভাবে বুঝতে পারে। অধিকাংশ গুরুত্বপূর্ণ সিরিজের আগে তামিমকে হারানোটা অতন্ত হতাশাজনক। বিশেষ করে তার নেতৃত্বে গত দুই বছরে দল বেশ ভালো ক্রিকেট খেলেছে।

তামিম ইকবালকে নিয়ে জালাল ইউনূস বলেন, “ওয়ানডে ফরম্যাটে সে (তামিম) আমাদের দলের একজন ভালো খেলোয়াড়। আমরা তাকে
মিস করবো, তবে আমরা মনে করি অধিনায়ক হিসেবে লিটনের ভালো করার মতো সব কিছুই আছে।”

২০১৫ সালে ভারতের বিপক্ষে ওয়ানেড ম্যাচে অভিষেক হওয়ার পর এ ফরম্যাটে এখন পর্যন্ত ৫৭ ম্যাচে ১৮৩৫ রান করেছেন লিটন দাস। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ১৭৬ রানের ইনিংসটিও লিটনের দখলে। জিম্বাবুয়ের বিপক্ষে ১৭৬ রানের ইনিংসটি খেলেছেন লিটন।

ভারতের বিপক্ষে ৪ এবং ৭ ডিসেম্বর সিরিজর প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। এছাড়া ১০ ডিসেম্বর তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজ উপলক্ষে ইতিমধ্যে ঢাকায় পা রেখে অনুশীলনও করছে ভারতীয় ক্রিকেট দল।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

লিটন কুমিল্লায়, দল পাননি মমিনুল-আশরাফুল

লিটন কুমিল্লায়, দল পাননি মমিনুল-আশরাফুল

চল্লিশ-পঞ্চাশ রানের ইনিংস ম্যাচ জেতাবে না: জেমি সিডন্স

চল্লিশ-পঞ্চাশ রানের ইনিংস ম্যাচ জেতাবে না: জেমি সিডন্স

তৃতীয়বারের মতো টেস্ট অধিনায়ক সাকিব, সহকারী লিটন

তৃতীয়বারের মতো টেস্ট অধিনায়ক সাকিব, সহকারী লিটন

ম্যাচে ফিরতে ফ্রন্টলাইন বোলাদের দায়িত্ব নিতে হবে: লিটন দাস

ম্যাচে ফিরতে ফ্রন্টলাইন বোলাদের দায়িত্ব নিতে হবে: লিটন দাস