হঠাৎ ওয়ানডে দলে শামীম হোসেন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৩ পিএম, ০২ মার্চ ২০২৩
হঠাৎ ওয়ানডে দলে শামীম হোসেন

দ্বিতীয় ওয়ানডে শুরু হতে তথনও মাত্র ১৭ ঘন্টা বাকি। এরই মধ্যে দ্বিতীয় ওয়ানডের জন্য জাতীয় দলে নেওয়া হল শামীম হোসেন পাটোয়ারীকে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দলের খেলোয়াড় সংখ্যা দাঁড়ালো ১৫ জনে।

হঠাৎ করে শামীমকে দলে নেওয়ায় অনেক্ই অবাক হয়েছিলেন। একই সঙ্গে শংকা তৈরি হয়েছিল কেউ ইনজুরিতে পরলেন কিনা। কিন্তু বিসিবি জানিয়েছে, কারো ইনজুরি নেই। তাহলে কি কারণে তাকে দলে নেওয়া?

বিসিবির একটি সূত্র জানিয়েছে, বারতি ফিল্ডিংয়ের কথা মাথায় রেখেই শামীমকে দলে নেওয়া হয়েছে। অথচ প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দারুন ফিল্ডিং করেছে।

তবে বড় কারণ হতে পারে টি টোয়েন্টি। এই ফরম্যাটে শামীমকে খেলোনোর লক্ষ্যেই হয়তো ওয়ানডেতে তাকে দলের সঙ্গে রাখা হয়েছে। ২০২১ সালের নভেম্বরের পর আবারও শামীম জাতীয় দলে সুযোগ পেলেন। এই সময়ে বিপিএলে দুটি ম্যাচে ভালো খেলেছেন শামীম

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে তিন উইকেটে হেরে যায় বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুক্রবার।

বাংলাদেশ ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরি, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয় ও শামীম হোসেন।

স্পোর্টসমেইল২৪/জেএম


শেয়ার করুন :


আরও পড়ুন

পারফর্ম করলে নাসির চোখের আড়াল হবে না: নান্নু

পারফর্ম করলে নাসির চোখের আড়াল হবে না: নান্নু

দুই ম্যাচ নিষিদ্ধ রোমা বস মরিনহো

দুই ম্যাচ নিষিদ্ধ রোমা বস মরিনহো

আর্সেনাল ও লিভারপুলের দাপুটে জয়

আর্সেনাল ও লিভারপুলের দাপুটে জয়

মালানের অন্যতম সেরা সেঞ্চুরি

মালানের অন্যতম সেরা সেঞ্চুরি