প্রথমদিনে আবাহনীতে তাসকিন, ইমরুল মোহামেডানে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৯ পিএম, ০২ মার্চ ২০২৩
প্রথমদিনে আবাহনীতে তাসকিন, ইমরুল মোহামেডানে

কয়েক বছর আগেও জাতীয় দলের ব্যস্ততার সময় ঘরোয়া ক্রিকেটে অন্য খেলাগুলো প্রায় বন্ধ থাকতো। তবে জাতীয় দলের ক্রিকেটাররা এখন সারা বছরই ব্যস্ত থাকে।

এজন্য ঘরোয়া ক্রিকেটের টুর্নামেন্টগুলো নির্ধারিত সময়ে শেষ করতে জাতীয় ব্যস্ততার দিকে খেয়াল করতে রাজি নয় বিসিবি। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ও দ্বিতীয় ম্যাচের মাঝখানে বিরতি থাকা একটি দিন বৃহস্পতিবার শুরু হল ঢাকা লিগের দল বদল। এরপর ৪ মার্চ শুরু হবে বিসিএলের ফাইনাল।

প্রথমদিনের দল বদলে সব মিলে ৭১ ক্রিকেটারকে দলে নিয়েছে ১১ ক্লাব। আবাহনী দলে নিয়েছে ডানহাতি পেসার তাসকিন আহমেদকে। মোহামেডান নিয়েছে অভিজ্ঞ ইমরুল কায়েসকে। তবে মোহামেডানে যোগ দিয়ে ইমরুল গেছেন ওমরাহ করতে।

এদিকে মোহামেডানে ইমরুলের সঙ্গে মাহিদুল ইসলাম অঙ্কনকে দলে নিয়েছে। আবাহনীতে যোগ দিয়েছেন এনামুল হক বিজয়, রিশাদ হোসেন, শাহবাজ চোহান, রিপন মন্ডল, নাহিদুল ইসলাম ও রকিবুল হাসানকে।

শাইনপুকুরে নাম লিখিয়েছেন আমিনুল ইসলাম বিপ্লব, মাসুম খান টুটুল, আবদুল কায়েম, ফরহাদ রেজা ও নাবিল সামাদ।

তবে শোনা যাচ্ছে মাশরাফি থাকবেন লিজেন্ডস অব রূপগঞ্জেই। মোহামেডানে থাকবেন সাকিব আল হাসান-মাহমুদউল্লাহরা। মুশফিকুর রহিম ও তামিম ইকবাল প্রাইম ব্যাংকেই।

এবার নতুন দল হিসাবে ঢাকা লিগে খেলতে যাচ্ছে ঢাকা লিওপার্ডস। এরই মধ্যে তারা ১১ জনকে দলে ভিড়িয়েছে।

বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব দলে নিয়েছে শফিকুল ইসলাম, ফজলে মাহমুদ, মিরাজ মাহমুব, মনির হোসেন এবং বিপিএলের দুর্দান্ত খেলে জাতীয় দলে সুযোগ পাওয়া তৌহিদ হৃদয়কে।

অগ্রানী ব্যাংক সর্বোচ্চ ১৪ ক্রিকেটারকে দলে ভিড়িয়েছেন। আরাফাত সানি, শহিদুল ইসলাম, জহিরুল ইসলাম, ইলিয়াস সানি, আবু হায়দার রনি-শরিফুল্লাদের দলে নিয়েছে তারা।

প্রাইম ব্যাংক দলে নিয়েছে চার ক্রিকেটারকে। আরেক শক্তিশালী দল লিজেন্ডস অব রূপগঞ্জ পারভেজ হোসেন ইমনসহ পাঁচজনকে নিয়েছে। রূপগঞ্জ টাইগার্স নিয়েছে ইয়াসিন আরাফাত, সানজামুল ইসলাম-নাঈম ইসলামসহ ছয় ক্রিকেটারকে।

এছাড়া গাজী গ্রুপ তিন ক্রিকেটার ও এবং ব্রাদার্স দলে ভিড়িয়েছে দুই ক্রিকেটারকে। সিটি ক্লাব নিয়েছে ছয় ক্রিকেটার।

স্পোর্টসমেইল২৪/জেএম


শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ডে বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে তিন নতুন টাইগার

ইংল্যান্ডে বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে তিন নতুন টাইগার

হঠাৎ ওয়ানডে দলে শামীম হোসেন

হঠাৎ ওয়ানডে দলে শামীম হোসেন

বিপিএলের আত্মবিশ্বাসেই ‘সফল' শান্ত

বিপিএলের আত্মবিশ্বাসেই ‘সফল' শান্ত

সাকিবের বলে ক্যাচ নিলেন তামিম

সাকিবের বলে ক্যাচ নিলেন তামিম