ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সৌম্য, নতুন মুখ অঙ্কন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ১৬ অক্টোবর ২০২৫
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সৌম্য, নতুন মুখ অঙ্কন

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দল সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে খেলা দল থেকে দুটি পরিবর্তন আনা হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওপেনার মোহাম্মদ নাঈম শেখ এবং ফাস্ট বোলার নাহিদ রানাকে বাদ দেওয়া হয়েছে। তাদের দু’জনের জায়গায় অভিজ্ঞ ব্যাটার সৌম্য সরকার এবং নতুন মুখ হিসেবে ডানহাতি মিডল অর্ডার ব্যাোর মাহিদুল ইসলাম অঙ্কন ওয়ানডে সিরিজে ডাক পেয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ দল ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দল দিলো ওয়েস্ট ইন্ডিজ

দলে ডাক পাওয়া সৌম্য সরকার সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশের জার্সি গায়ে ওয়ানডে খেলেছেন। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে ডাক পেলেও ভিসা জটিলতায় যেতে পারেননি।

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে রশিদ-নবীদের হোয়াইটওয়াশ করলেও ওয়ানডে সিরিজে ধোবলধোলাই হয়েছে বাংলাদেশ। বাজে ব্যাটিংয়ের কারণে তিন ম্যাচের কোনটিতেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি মেহেদী হাসান মিরাজের দল।

মিরপুরে ওয়ানডে, চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকায় ১৮ অক্টোবরের ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মধ্যকার ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুটি ওয়ানডে মাঠে গড়াবে ২০ এবং ২৩ অক্টোবর। সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে।

বাংলাদেশ ওয়ানডে দল
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব এবং হাসান মাহমুদ।



শেয়ার করুন :