অস্ট্রেলিয়ার লক্ষ্য সিরিজ, ভারতের সমতা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪২ পিএম, ১৪ জানুয়ারি ২০১৯
অস্ট্রেলিয়ার লক্ষ্য সিরিজ, ভারতের সমতা

ছবি: ক্রিকইনফো

ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক অস্ট্রেলিয়া। জয়ের ধারা অব্যাহত রেখে আগামীকাল অ্যাডিলেডে সিরিজ জয় নিশ্চিত করতে চায় অসিরা। তবে সিরিজে সমতা আনতে মরিয়া ভারত। দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে টিকে থাকতে চায় টিম ইন্ডিয়া। অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় ওয়ানডে শুরু হবে সকাল ৯টা ২০ মিনিটে।

টেস্ট সিরিজ হারের ক্ষত নিয়ে ওয়ানডে লড়াই শুরু করেছিলো অস্ট্রেলিয়া। প্রথম ওয়ানডেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিলো তাদের কাছে। সিরিজের শুরুটা কেমন করে ওয়ানডে দল, সেটিই দেখার বিষয় ছিলো। ওয়ানডে সিরিজের প্রথম পরীক্ষায় পুরোপুরি পাশ মার্ক পেয়েছে অস্ট্রেলিয়া।

নতুন রুপে রঙ্গীন পোশাকে জ্বলে উঠে অস্ট্রেলিয়া। টস জিতে ব্যাট হাতে নেমে নিজেদের সেরাটাই দিয়েছে অসি ব্যাটসম্যানরা। বড় ইনিংস খেলতে না পারলেও হাফ-সেঞ্চুরির সাথে ছোট-ছোট স্কোরে দলকে ৫০ ওভারে ৫ উইকেটে ২৮৮ রানের সংগ্রহ এনে দেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। পিটার হ্যান্ডসকম্ব ৭৩, উসমান খাজা ৫৯, শন মার্শ ৫৪, মার্কাস স্টোয়িনিস ৪৩ বলে অপরাজিত ৪৭ রান করেন।

ভারতকে ২৮৯ রানের টার্গেট দিয়ে বল হাতে জ্বলে উঠে অস্ট্রেলিয়ার পেসাররা। ৪ রান ও ১৭ বলের মধ্যে ভারতের উপরের সারির তিন ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরত পাঠায় অস্ট্রেলিয়ার বোলাররা।

তবে শুরুর ধাক্কাটা পরবর্তীতে ভালোভাবেই সামাল দেন ওপেনার রোহিত শর্মা ও সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ১৩৭ রানের জুটি গড়েন তারা। এতে ম্যাচে ভালোভাবেই টিকে থাকে ভারত।

ধীরলয়ে খেলে ৫১ রান করে ফিরেন ধোনি। ৯৬ বল মোকাবেলা করে ৩টি চার ও ১টি ছক্কা মারেন ধোনি। তবে ওয়ানডে ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরি তুলে নেন রোহিত। তার ব্যাটিং দৃঢ়তায় ম্যাচ জয়ের আশায় ছিলো ভারত। কিন্তু রোহিতের আউটের পর লড়াই থেকে ছিটকে পড়ে ৫০ ওভারে ৯ উইকেটেশেষ পর্যন্ত ২৫৪ রান তুলতে পারে ভারত। অস্ট্রেলিয়ার জেই রিচার্ডসন ২৬ রানে ৪ উইকেট নেন।

ব্যাটসম্যানদের পর বোলারদের দুর্দান্ত নৈপুন্য অস্ট্রেলিয়াকে ৩৪ রানে জয় এনে দেয়। এমন পারফরমেন্স সিরিজের দ্বিতীয় ম্যাচেও অব্যাহত রাখতে চায় অসিরা। কারন অস্ট্রেলিয়ার টার্গেট, সিরিজ জয়। এমনটাই বললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ, ‘প্রথম ম্যাচে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, তিন বিভাগেই আমরা বাজিমাত করেছি। এমন পারফরমেন্স দ্বিতীয় ম্যাচে প্রদর্শন করতে চাই। আমরা সিরিজ জয়ের দ্বারপ্রান্তে। একটি জয়, আমাদের সিরিজ জয় নিশ্চিত করবে । অ্যাডিলেডেও আমরা ভালো ক্রিকেট খেলবো এবং সিরিজ জিতবো। আমাদের প্রথম টার্গেট সিরিজ জয়। তাই অ্যাডিলেডেই সিরিজ জয় নিশ্চিত করতে চাই আমরা।’

সিরিজে পিছিয়ে পড়লেও, দ্বিতীয় ম্যাচেই ঘুড়ে দাঁড়াতে চায় ভারত। সিরিজের সমতা আনতেই মাঠে নামবে তারা। এমনটাই বললেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে খুব বেশি খারাপ খেলেনি। টপ-অর্ডারে তিন ব্যাটসম্যান দ্রুত আউট হয়েছি। এই তিন জনের মধ্যে একজন বড় স্কোর করতে পারলে, জয় পেতে আমাদের খুব বেশি সমস্যা হতো না। তবে প্রথম ওয়ানডে নিয়ে ভেবে কিছু হবে না। দ্বিতীয় ম্যাচ নিয়ে আমরা সর্তক। জয় ছাড়া আমরা কিছুই ভাবছি না। সিরিজে সমতা আনতেই আমরা মাঠে নামবো।’

অস্ট্রেলিয়া একাদশ : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যালেক্স কারি, উসমান খাজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, মার্কাস স্টোয়িনিস, গ্লেন ম্যাক্সওয়েল, নাথান লিঁও, পিটার সিডল, জেই রিচার্ডসন ও জেসন বেহরেনডর্ফ।

ভারত দল : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, অম্বাতি রাইদু, দিনেশ কার্তিক, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কুলদীপ যাদব, যুজবেন্দ্রা চাহাল, রবীন্দ্র জাদেজা, ভুবনশ্বের কুমার, মোহাম্মদ সিরাজ, খালেদ আহমেদ ও মোহাম্মদ সামি, বিজয় শংকর।


শেয়ার করুন :


আরও পড়ুন

নিষিদ্ধ রাহুল-হার্দিকের স্থানে ডাক পেলেন শঙ্কর-গিল

নিষিদ্ধ রাহুল-হার্দিকের স্থানে ডাক পেলেন শঙ্কর-গিল

রোহিতের সেঞ্চুরি, তবুও হেরে গেল ভারত

রোহিতের সেঞ্চুরি, তবুও হেরে গেল ভারত

ভারতের ২৮৯ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

ভারতের ২৮৯ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

পুনরায় ডাক পেলেন খাজা-সিডল

পুনরায় ডাক পেলেন খাজা-সিডল