নিষিদ্ধ হলেন সরফরাজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪৬ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯
নিষিদ্ধ হলেন সরফরাজ

ফাইল ফটো

পর পর দুইবার ক্ষমা চেয়ে পর পেলে না পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করায় তাকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।

ডারবানে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা। ২০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮০ রানের ভিতরেই পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। প্রথমসারির সব ব্যাটসম্যানই প্যাভিলিয়নে ফিরে গিয়ে গেলেও। কিন্তু অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে ১২৭ রান যোগ করে দলকে ম্যাচ জেতান দক্ষিণ আফ্রিকার ভ্যান ডার ডুসেন (‌৮০)‌ ও অলরাউন্ডার অ্যান্ডিল ফুলাকোয়ে (‌৬৯)‌।

একাধিকবার বোলার পরিবর্তন করেও দুই ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরত পাঠাতে পারেননি সরফরাজ। হতাশ হয়ে পড়েছিলেন। ম্যাচের ৩৭ তম ওভারে সব সীমা অতিক্রম করেন পাক অধিনায়ক। তিনি ফুলাকোয়ের উদ্দেশ্য কের বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করে বসেন। যা স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়ে।

তিনি ফুলাকোয়ের উদ্দেশে বলছেন, ‘‌আরে কালো ছেলে। তোমার মা আজ কোথায় বসে আছে?‌ কী প্রার্থনা করে আজ বেরিয়েছো?‌’‌ ফুলাকোয়ে অবশ্য সরফরাজকে জবাবে কিছু বলেননি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে ঘটনাটি। সরফরাজের তীব্র সমালোচনা করছেন ক্রিকেট ভক্তরা।

বিষয়টি বুঝতে পেরে সরফরাজ টুইটারে ক্ষমা চায়। শুধু চায় নয়, তিনি ফুলাকোয়ের সাথে দেখা করে ক্ষমা চান এবং হাত মেলান।

বিষয়টি এত গুরুতর যে, ক্ষমা চেয়ে পার পেলেন না সরফরাজ। আইসিসিরি এন্টি- রেইসিজাম নিয়মে তাকে চার ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

এর ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও একটি টি-২০ ম্যাচ খেলতে পারবেন না পাকিস্তানের অধিনায়ক। এ জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করছেন শোয়েব মালিক।

 


শেয়ার করুন :


আরও পড়ুন

নিজেকে দুর্ভাগাই ভাবছেন আশরাফুল

নিজেকে দুর্ভাগাই ভাবছেন আশরাফুল

অস্ট্রেলিয়া টেস্ট দলে ডাক পেলেন স্টোইনিস

অস্ট্রেলিয়া টেস্ট দলে ডাক পেলেন স্টোইনিস

হতাশ ও বিধ্বস্ত মাহমুদউল্লাহ

হতাশ ও বিধ্বস্ত মাহমুদউল্লাহ

অবশেষে পাকিস্তান টি-২০ দলে ডাক পেলেন আমির

অবশেষে পাকিস্তান টি-২০ দলে ডাক পেলেন আমির