নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০১ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৯
নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন সাকিব

ফাইল ছবি

তাসকিনের পর এবার আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন বাংলাদেশ ক্রিকেট দলের টস্টে ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। বিপিএলের ফাইনালের আঙুলের চোট পাওয়ার নিউজিল্যান্ড সফরে যাওয়া হচ্ছে না তার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘ম্যাচের পর সাকিবের আঙ্গুলে স্ক্যান করানো হয়। রিপোর্টে দেখা গেছে, সাকিবের আঙুলে চিড় ধরা পড়েছে। চোটগ্রস্ত জায়গাটি প্রায় তিন সপ্তাহ নড়াচড়া করা যাবে না।’

শুক্রবারের ফাইনালে ব্যাটিংয়ে ৫ বল খেলেছেন সাকিব। একাদশ ওভারের পঞ্চম বলে থিসারা পেরেরার শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে বল লাগে গ্লাভসে। তখনই চোট পান হাতে।

পরের ওভারের প্রথম বলেই আউট হয়ে যান। ম্যাচের পর স্ক্যান করানো হয়। ধরা পড়ে আঙুলে চিড়। বিসিবির প্রধান ক্রীড়া চিকিৎসক দেবশীষ চৌধুরী এক বিবৃতিতে জানান, অন্তত তিন সপ্তাহের জন্য মাঠে বাইরে চলে গেছেন সাকিব।

শনিবার রাতেই নিউ জিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা ছিল সাকিবের। নিউ জিল্যান্ডে বাংলাদেশের প্রথম ওয়ানডে আগামী বুধবার। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ ২০ ফেব্রুয়ারি।

এরপর প্রথম টেস্ট ২৮ ফেব্রুয়ারি থেকে, দ্বিতীয়টি ৮ মার্চ থেকে। ১৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া শেষ টেস্টেই কেবল সাকিবকে পাওয়ার বাস্তব সম্ভাবনা আছে।

এর আগে বিপিএলেই খেলার সময় গোড়ালির চোটে নিউজিল্যান্ড সফর শেষ হয়ে যায় তাসকিন আহমেদের। তার জায়গায় ওয়ানডে সিরিজে ডাক পান শফিউল ইসলাম ও টেস্ট দলে প্রথমবারের মতো আসেন ইবাদত হোসেন। সাকিবের বিকল্প এখনও ঘোষণা করেনি বিসিবি।

নিউজিল্যান্ড ওয়ানডে দল:
কেন উইলিয়ামসন (প্রথম দুই ম্যাচের অধিনায়ক), টড আসেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লুকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম (শেষ ম্যাচের অধিনায়ক), কলিন মুনরো (শেষ ওয়ানডে), জিমি নিশাম, হেনরি নিকোলাস, রস টেলর, মিচেল স্যান্টনার ও টিম সাউদি।

বাংলাদেশের ওয়ানডে দল:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (ইনজুরি), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন।

 

নিউজিল্যান্ড সফরের সূচি:

ওয়ানডে সিরিজ

১ম ওয়ানডে: ১৩ ফেব্রুয়ারি, নেপিয়ার, সকাল ৭টা

২য় ওয়ানডে: ১৬ ফেব্রুয়ারি, ক্রাইস্টচার্চ, ভোর ৪টা

৩য় ওয়ানডে: ২০ ফেব্রুয়ারি, ডানেডিন, ভোর ৪টা

 

টেস্ট সিরিজ

১ম টেস্ট: ২৮ ফেব্রুয়ারি–৪ মার্চ ,হ্যামিল্টন, ভোর ৪টা

২য় টেস্ট: ৮–১২ মার্চ, ওয়েলিংটন, ভোর ৪টা

৩য় টেস্ট: ৬–২০ মার্চ, ক্রাইস্টচার্চ, ভোর ৪টা


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের দল ঘোষণা

নিউজিল্যান্ড গেলেন মুমিনুলরা

নিউজিল্যান্ড গেলেন মুমিনুলরা

নিউজিল্যান্ড পৌঁছেছেন মুশফিক-মোস্তাফিজরা

নিউজিল্যান্ড পৌঁছেছেন মুশফিক-মোস্তাফিজরা

নিউজিল্যান্ড সফরে ঢাকা ছাড়লেন মুশফিক-মোস্তাফিজরা

নিউজিল্যান্ড সফরে ঢাকা ছাড়লেন মুশফিক-মোস্তাফিজরা