কোহলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হারাল ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৫ পিএম, ০৫ মার্চ ২০১৯
কোহলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হারাল ভারত

ছবি: ক্রিকইনফো

অধিনায়ক বিরাট কোহলির সেঞ্চুরিতে নাগপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৮ রানে হারিয়েছে ভারত। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। ব্যাট হাতে ১১৬ রান করেন কোহলি।

নাগপুরে টস জিতে প্রথমে বোলিং-এ নামে অস্ট্রেলিয়া। ভারতের শুরুটা ভালো হয়নি এ ম্যাচেও। প্রথম ওভারের শেষ বলে শুন্য হাতে বিদায় নেন ওপেনার রোহিত শর্মা। আরেক ওপেনার শিখর ধাওয়ান ও মিডল-অর্ডার ব্যাটসম্যান আম্বাতি রাইদুও ব্যর্থ হন বড় স্কোর করতে। ধাওয়ান ২১ ও রাইদু ১৮ রানে আউট হন।

তবে একপ্রান্ত আগলে রানের চাকা সচল রেখেছিলেন অধিনায়ক বিরাট কোহলি। চতুর্থ উইকেটে তাকে দারুন সঙ্গ দেন বিজয় শঙ্কর। এ জুটিতে যোগ করেন ৮১ রান । এরমধ্যে ৫টি চার ও ১টি ছক্কায় ৪১ বলে ৪৬ রান করে থামেন বিজয়। তার আউটের পর দ্রুতই কেদার যাদব ও মহেন্দ্র সিং ধোনি বিদায় নেন। কেদার ১১ ও ধোনি শুন্য রানে ফিরেন।

তবে সপ্তম উইকেটে রবীন্দ্র জাদেজাকে নিয়ে দলের ইনিংস বড় করতে থাকেন কোহলি। ভারতীয় অধিনায়ক পেয়ে যান ওয়ানডে ক্যারিয়ারের ৪০তম সেঞ্চুরির স্বাদ। এই ইনিংস খেলার পথে অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুত ৯ হাজার রানও পূর্ণ করেন কোহলি।

তবে ১০টি চারে ১২০ বলে ১১৬ রানে আউট হন কোহলি। তার আউটের পরই ৪৮ দশমিক ২ ওভারে ২৫০ রানে অলআউট হয় ভারত। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ২৯ রানে ৪ উইকেট নেন।

জবাবে ইনিংসে শুরুতে ব্যাট হাতে জ্বলে উঠেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও উসমান খাজা। ৮৭ বলে ৮৩ রানের জুটি গড়েন তারা। তবে ঐ স্কোরেই থামতে হয় দু’জনকে। ফিঞ্চ ৩৭ ও খাজা ৩৮ রানে থামেন।

এরপর দ্রুত ফিরেছেন শন মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল। মার্শ ১৬ ও ম্যাক্সওয়েল ৪ রান করে আউট হন। তবে পঞ্চম উইকেটে পিটার হ্যান্ডসকম্বের সাথে ৩৯ ও অ্যালেক্স ক্যারির সাথে ৪৭ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান মার্কাস স্টোয়িনিস। হ্যান্ডসকম্ব ৪৮ ও ক্যারি ২২ রানে থামলেও দলের আশা বাঁচিয়ে রেখেছিলেন স্টোয়িনিস।

কিন্তু শেষদিকে বল হাতে জ্বলে উঠে ভারতের বোলাররা। এতে শেষ ২ ওভারে ২০ রান প্রয়োজন পড়ে অস্ট্রেলিয়ার। আর শেষ ওভারে ১১ রান দরকার পড়ে। হাতে ছিলো ২ উইকেট। শেষ ওভারের প্রথম বলেই উইকেটে সেট হয়ে থাকা স্টোয়িনিককে ও শেষ ব্যাটসম্যান এডাম জাম্পাকে তুলে নিয়ে ভারতকে ৮ রানের জয় এনে দেন মিডিয়াম পেসার বিজয় শঙ্কর। স্টোয়িনিস ৫২ রান করেন। ভারতের কুলদীপ ৩টি, বুমরাহ-বিজয় ২টি করে উইকেট নেন।

রাঁচিতে আগামী ৮ মার্চ হবে সিরিজের তৃতীয় ওয়ানডে।


শেয়ার করুন :


আরও পড়ুন

কোহলির ৪০তম সেঞ্চুরি

কোহলির ৪০তম সেঞ্চুরি

বিশ্বকাপে আনুশকার সঙ্গ পাবেন না কোহলি

বিশ্বকাপে আনুশকার সঙ্গ পাবেন না কোহলি

ইমরানের ছবি সরাবেন না সৌরভ, বিক্ষোভ

ইমরানের ছবি সরাবেন না সৌরভ, বিক্ষোভ

ধোনি-কেদারের প্রশংসা করলেন কোহলি

ধোনি-কেদারের প্রশংসা করলেন কোহলি