কোহলির সেঞ্চুরিতে ভারতের মাইলফলক তিন জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৪ পিএম, ০৬ মার্চ ২০১৯
কোহলির সেঞ্চুরিতে ভারতের মাইলফলক তিন জয়

বিশ্বের দ্বিতীয় দল হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৫শতম জয়ের স্বাদ পেয়েছে ভারত। নাগপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অধিনায়ক বিরাট কোহলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ৮ রানে হারায় টিম ইন্ডিয়া। এই নিয়ে তৃতীয়বার ভারতের মাইলফলক জয়ে সেঞ্চুরি করে অবদান রাখেন ভারত অধিনায়ক কোহলি।

ভারতের ৪০০তম ওয়ানডে জয় আসে কোহলির সেঞ্চুরিতে। ২০১২ সালের ৩১ জুলাই কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের ওয়ানডে ইতিহাসে ৪০০তম ম্যাচ জিতেছিল ভারত। ঐ ম্যাচে কোহলির অপরাজিত ১২৮ রানে ৬ উইকেটে জয় পায় ভারত। তার ১১৯ বলের ইনিংসে ১২টি চার ও ১টি ছক্কা ছিল।

২০১৫ সালের ২২ অক্টোবর চেন্নাইয়ে ৪৫০তম ওয়ানডে জয় পেয়েছিল ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে ৩৫ রানে জিতে টিম ইন্ডিয়া। ঐ ম্যাচে ৬টি চার ও ৫টি ছক্কায় ১৪০ বলে ১৩৮ রান করেন কোহলি।

আর মঙ্গলবার ভারতের ৫০০তম জয়েও সেঞ্চুরি দিয়ে অবদান রাখেন কোহলি। ১০টি চারে ১২০ বলে ১১৬ রানের ইনিংস খেলেন তিনি। তার সেঞ্চুরিতে স্মরনীয় জয়ের স্বাদ নেয় ভারত।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বের দ্বিতীয় দল হিসেবে ওয়ানডেতে ৫শ’ তম জয় ভারতের

বিশ্বের দ্বিতীয় দল হিসেবে ওয়ানডেতে ৫শ’ তম জয় ভারতের

আইসিসিকে ভারতের হুমকি

আইসিসিকে ভারতের হুমকি

মাঠে ডুকে ধোনিকে ‘দৌড়ালেন’ ভক্ত (ভিডিও)

মাঠে ডুকে ধোনিকে ‘দৌড়ালেন’ ভক্ত (ভিডিও)

কোহলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হারাল ভারত

কোহলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হারাল ভারত