সিরিজ হারলেও বিশ্বকাপ নিয়ে চিন্তিত নন কোহলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৩ পিএম, ১৪ মার্চ ২০১৯
সিরিজ হারলেও বিশ্বকাপ নিয়ে চিন্তিত নন কোহলি

দশ বছর পর ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ জিতলো সফরকারী অস্ট্রেলিয়া। গতরাতে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে ভারতকে ৩৫ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে অসিরা। ২-০ ব্যবধানে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে পাঁচ ম্যাচের সিরিজ জিতে নেয় অ্যারন ফিঞ্চের দল।

বিশ্বকাপের আগে শেষ ওয়ানডে সিরিজ হারে বড় ধাক্কা ভারতের। কিন্তু সিরিজ হারে মোটে চিন্তিত নন ভারত দলপতি কোহলি। বিশ্বকাপ নিয়ে নিজেদের পরিকল্পনা ইতোমধ্যে সাজিয়ে ফেলেছে দল। শুধুমাত্র মিডল-অর্ডারে চার নম্বর জায়গায়টি নিয়ে ভাবতে হচ্ছে দলকে গতরাতে ম্যাচে শেষে এমনটাই বলেন কোহলি।

টি-২০ সিরিজে হোয়াইটওয়াশের পর দুর্দান্তভাবে ওয়ানডে লড়াই শুরু করে ভারত। প্রথম দুই ম্যাচই জিতে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় কোহলি-রোহিতরা। কিন্তু শেষ তিন ম্যাচে অসাধারণ পারফরমেন্স প্রদর্শন করে অস্ট্রেলিয়া। টানা তিন ম্যাচ জিতে ভারতের মাটিতে দশ বছর পর ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পায় অসিরা।
বিশ্বকাপের আগে এটিই ছিলো ভারতের শেষ ওয়ানডে সিরিজ। ৩-২ ব্যবধানে সিরিজ হারে বিশ্বকাপে প্রভাব পড়ার কোন সম্ভাবনাই দেখছেন না ভারতের অধিনায়ক কোহলি।

তিনি বলেন, ‘বিশ্বকাপের জন্য দল তৈরি। বিশ্বকাপের সেরা এগারো ঠিক করে ফেলেছি আমরা। পরিবেশ অনুযায়ী একটা পরিবর্তন হবে। হার্দিক পান্ডিয়া দলে ফিরলে ব্যাটিংয়ের গভীরতা বাড়বে। বোলিংয়েও আরও সুযোগ বেড়ে যাবে। আমরা যে পথে যাচ্ছি তাতে কোন সমস্যা নেই। দল নিয়ে সঠিক পথেই আমরা এগিয়ে যাচ্ছি। এক সিরিজ হার কোনও অজুহাত হতে পারে না। তবে আমাদের খেলার মান আরও বাড়াতে হবে। এই সিরিজ হারলেও যথেষ্ট আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপে যাব আমরা। গত কয়েক মাসে আমরা যে ক্রিকেট খেলেছি, সে জন্য আমি ছেলেদের নিয়ে গর্বিত।’

দল তৈরি হলেও, একটি জায়গা নিয়ে চিন্তার ভাজ রয়েছে ভারতের। আর সেটি হলো মিডল-অর্ডারে চার নম্বর স্থানটি। এখানে শক্তভাবে থিতু গাটতে পারছেন না ভারতের কোন ব্যাটসম্যানই। এমনটা মনে করেন কোহলি নিজেও। তিনি বলেন, ‘ছেলেদের প্রত্যেককে তাদের দায়িত্ব বোঝানো বাকি আছে। তবে দল প্রায় পুরোটাই তৈরি। তারপরও একটা জায়গা নিয়ে ভাবতে হচ্ছে আমাদের। মিডল-অর্ডারের চার নম্বরে বড় ইনিংস খেলার মত ব্যাটসম্যান প্রয়োজন।’
বিশ্বকাপের কথা মাখায় রেখে সিরিজের শেষ তিন ম্যাচে দল নিয়ে অনেক বেশি পরীক্ষা-নিরিক্ষা করা হয়েছে বলে জানান ভারত দলপতি কোহলি। তিনি বলেন, ‘শেষ তিন ম্যাচে আমরা অনেক বেশি পরীক্ষা নিরিক্ষা করেছি। যারা এখনও দলে নিজেদের জায়গা পাকাপোক্ত করতে পারেনি, তাদের মাঠে নামার সুযোগ দিতে চেয়েছিলাম। তারা কেমন খেলে, সেটা পরখ করা দরকার ছিল।’

গতরাতে অস্ট্রেলিয়ার কাছে শেষ ওয়ানডেতে ৩৫ রানে হার কারনও ব্যাখা করেন কোহলি, ‘শেষ দিকে আমাদের চেয়ে তারা অনেক এগিয়ে যায়। বোলিং-এ ১৫-২০ রান কম দিলে ম্যাচের চিত্র অন্যরকম হতে পারতো। আসলে দু’একটা ওভারেই অনেক কিছু পাল্টে গেছে।’

২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নেয় অস্ট্রেলিয়া। তাই অস্ট্রেলিয়ার প্রশংসা না করে পারলেন না কোহলি, ‘পুরো সিরিজেই আমাদের চেয়ে ভাল ক্রিকেটে খেলেছে অস্ট্রেলিয়া। তারা হৃদয় দিয়ে খেলেছে। তাই জয়টা তাদেরই প্রাপ্য ছিল। চাপের মুখে আমাদের চেয়ে তারা সেরা পারফরমেন্সই করেছে। সিরিজের শুরুতে পিছিয়ে পড়েও শেষ তিন ম্যাচে যেভাবে তারা খেলেছে তা সত্যিই প্রশংসনীয়।’


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতের মাটিতে সিরিজ জিতে অস্ট্রেলিয়ার প্রতিশোধ

ভারতের মাটিতে সিরিজ জিতে অস্ট্রেলিয়ার প্রতিশোধ

কোহলিদের সেনা টুপি নিয়ে ব্যাখ্যা দিল আইসিসি

কোহলিদের সেনা টুপি নিয়ে ব্যাখ্যা দিল আইসিসি

খুনের চেয়েও বড় অপরাধ ম্যাচ ফিক্সিং: ধোনি

খুনের চেয়েও বড় অপরাধ ম্যাচ ফিক্সিং: ধোনি

ভারতের ৩৫৮ রানকে মামুলি বানিয়ে অস্ট্রেলিয়ার জয়

ভারতের ৩৫৮ রানকে মামুলি বানিয়ে অস্ট্রেলিয়ার জয়