হেনড্রিকস বাদ, আমলাকে ফিরিয়ে দ.আফ্রিকার বিশ্বকাপ দল

সাইফুল ইসলাম সানী সাইফুল ইসলাম সানী প্রকাশিত: ০৫:৪২ পিএম, ১৮ এপ্রিল ২০১৯
হেনড্রিকস বাদ, আমলাকে ফিরিয়ে দ.আফ্রিকার বিশ্বকাপ দল

ওপেনিং তরুণ ব্যাটম্যান হেনড্রিকসকে বাদ দিয়ে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন হাশিম আমলা। বৃহস্পতিবার আসন্ন বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে ক্রিকেট দক্ষিন আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে নেতৃত্ব দিবেন ফাফ ডু প্লেসিস। বিশ্বকাপে ফাফ ডু প্লেসিসের দলের নেতৃত্বে নেওয়ার বিষয়টি আগেই আঁচ করা যাচ্ছিলো।

দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টন ডি কক। তবে ডি ককের ব্যাকআপ হিসেবে দলে রাখা হয়েছে আরেক উইকেট কিপার ডেভিড মিলারকে।

দলে জায়গা হয়নি ব্যাটসম্যান রেজা হেনড্রিকসকের। যিনি গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে দলে জায়গা পেয়ে খুব একটা সুবিধা করতে পারেননি। লঙ্কানদের বিপক্ষে চারটি ওয়ানে খেলে মাত্র ৪২ রান করেন এ ওপেনা।

SA

বিশ্বকাপ দলে থাকা নিয়ে সংশয় হাশিম আমলার। তবে তিনি ডাক পেয়েছেন। গত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে রাখা হয়নি তাকে। অবশ্য শেষে দুটি ওয়ানডেতে ডাক পান তিনি।

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল
ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এইডেন মারক্রাম, ডেভিড মিলার, র‍্যাসি ভ্যান ডার ডুসেন, তাবরেজ শামসি, হাশিম আমলা, জেপি ডুমিনি, ইমরান তাহির, কাগিসো রাবাদা, এন্ডিলে ফেহলুকওয়ায়ো, ডুয়াইন প্রিটোরিয়াস, অ্যানরিচ নর্টজে, ডেল স্টেইন, লুঙ্গি এনজিডি।


শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে চার চমক

শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে চার চমক

আর্চারের ভাগ্য ঝুলিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

আর্চারের ভাগ্য ঝুলিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

বাংলাদেশ বিশ্বকাপ দলে নেই তাসকিন, চমক রাহি-সৈকত

বাংলাদেশ বিশ্বকাপ দলে নেই তাসকিন, চমক রাহি-সৈকত

ভারতের বিশ্বকাপ দলে কার্তিক-জাদেজা, বাদ রাইডু-পান্ত

ভারতের বিশ্বকাপ দলে কার্তিক-জাদেজা, বাদ রাইডু-পান্ত