প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৬ এএম, ০৬ মে ২০১৯
প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ

স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ১৯৬ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে স্বাগতিকদের ‘এ’ দলের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে হেরে গেছে মাশরাফি-সাকিবরা। ৮৮ রানের হেরে গেছে বাংলাদেশ।

রোববার (৫ মে) ডাবলিনে দ্য হিলস ক্রিকেট ক্লাব মাঠে আগে ব্যাট করে জেমস ম্যাককলামের (১০২) সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩০৭ রান করে আইরিশদের ‘এ’ দল। জবাবে ৪২.৪ ওভারে ২১৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

৩০৮ রানের বড় লক্ষ্যে নেমে তামিম ইকবাল ও লিটন দাসের উদ্বোধনী জুটিতে আশা জাগানিয়া শুরু করে বাংলাদেশ। তবে দলীয় ৫৬ রানে তামিম (২১) এবং স্কোরে কোন পরিবর্তন না আসতেই ব্যক্তিগত ২৬ রানে বিদায় নেন লিটন।

এরপর মুশফিকুর রহিম (১১) ও মোহাম্মদ মিঠুন (১৩) আউট হলে ৯৭ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। এ সময় দলের হাল ধরেন সাকিব ও মাহমুদউল্লাহ। তবে ৫৯ রানের জুটি গড়ে সাকিব বিদায় নিলে আবারও ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।

সাব্বির রহমান দুই বল খেলে রানের খাতা না খুলে মাঠ ছাড়েন। মেহেদী হাসান মিরাজও (৬) দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। মাহমুদউল্লাহ ৩৭ রানের দ্বিতীয় সেরা ইনিংস খেলে বিদায় হন। ফরহাদ রেজা ১৫ রানে আউট হওয়ার পর তাসকিন আহমেদকে ১৪ রানে রান আউট করে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

মঙ্গলবার (৭ মে) ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে জয় তুলে নিয়ে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।


শেয়ার করুন :


আরও পড়ুন

বড় জয়ে ওয়েস্ট ইন্ডিজের ত্রিদেশীয় মিশন শুরু

বড় জয়ে ওয়েস্ট ইন্ডিজের ত্রিদেশীয় মিশন শুরু

বিশ্বকাপে সেমিফাইনালে বাংলাদেশের পথশিশুরা

বিশ্বকাপে সেমিফাইনালে বাংলাদেশের পথশিশুরা

তাসকিন-রুবেলে ৩০৮ রানে আটকালো আয়ারল্যান্ড ‘এ’

তাসকিন-রুবেলে ৩০৮ রানে আটকালো আয়ারল্যান্ড ‘এ’

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের রানের পাহাড়

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের রানের পাহাড়