বিশ্বকাপের প্রাইজমানি ১০ মিলিয়ন ডলার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪১ পিএম, ১৭ মে ২০১৯
বিশ্বকাপের প্রাইজমানি ১০ মিলিয়ন ডলার

ক্রিকেট বিশ্বকাপের সবচেয়ে বড় আসর আইসিসি ক্রিকেট বিশ্বকাপে প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। এবারের বিশ্বকাপে থাকছে প্রাইজমানি ১০ মিলিয়ন ডলার।

বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৪ মিলিয়ন ডলার। এছাড়া রানার আপ দলকে দেওয়া হবে ২ মিলিয়ন। সেমিফাইনালে পরাজিত দলের জন্য রাখা হয়েছে ৮ লাখ ডলার।

এছাড়া প্রতিটি ম্যাচ জেতার জন্যও পুরস্কার পাবেন মরগ্যান-মাশরাফি-কোহলিরা। সেক্ষেত্রেও অর্থমূল্যের অঙ্কটা ছোট নয়। একেকটি ম্যাচ জিতলে প্রতিটি দল পাবে ৪০ হাজার ডলার করে প্রাইজমানি।

এছাড়া যে ৬ দল সেমিফাইনালে পা রাখতে পারবে না তারা ১ লাখ ডলার করে প্রাইজমানি পাবে।

আগামী ২০ মে ওভাল ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম খেলা ২ জুন লন্ডনের দ্য ওভালে। টাইগারদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ড ও ওয়েলসের ৮টি ভেন্যুতে ঘুরে ঘুরে বিশ্বকাপের প্রাথমিক পর্বের ৯ ম্যাচ খেলবে বাংলাদেশ।


শেয়ার করুন :


আরও পড়ুন

‘চোকার’ শব্দটি ঘুচাতে পারবে কি দ.আফ্রিকা?

‘চোকার’ শব্দটি ঘুচাতে পারবে কি দ.আফ্রিকা?

বিশ্বকাপে হ্যাটট্রিক শিরোপা জিততে পারবে ভারত?

বিশ্বকাপে হ্যাটট্রিক শিরোপা জিততে পারবে ভারত?

বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ পাঁচ ইনিংস

বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ পাঁচ ইনিংস

বিশ্বকাপ মাতাবেন বাংলাদেশের আতহার আলী

বিশ্বকাপ মাতাবেন বাংলাদেশের আতহার আলী