সেঞ্চুরি করেও সাকিবের ‘আক্ষেপ’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৫ এএম, ০৯ জুন ২০১৯
সেঞ্চুরি করেও সাকিবের ‘আক্ষেপ’

ফাইল ছবি

বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ১টি ছাড়া বাকি দুটিতেই হেরে গেছে টাইগাররা। সর্বশেষ শনিবার স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হেরে গেছে মাশরাফিরা। দল হারলেও গত দুই ম্যাচে অর্ধশত করা সাকিব বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো সেঞ্চুরি তুলে নিয়েছেন।

ব্যাট হাতে ৯৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন সাকিব আল হাসান। বিশ্বকাপে এটা বাংলাদেশের হয়ে কোন ব্যাটসম্যানের দ্রুততম সেঞ্চুরি। এর আগের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ১১১ বলে সেঞ্চুরি করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বেন স্টোকসের বলে বোল্ড হওয়ার আগে ১১৯ বলে ১২টি চার ও এক ছক্কায় ১২১ রান করা সাকিব ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেন, প্রথম বিশ্বকাপ শতক, ভালো লাগা স্বাভাবিক। দল জিতলে আরও ভালো লাগত। দলের পরিকল্পনা তো থাকেই। কিন্তু মারমুখো ব্যাটিং এলে অনেক সময় কোনো পরিকল্পনাই কাজে আসে না। মাঠ খুব ছোট ছিল। আমাদের বোলারদের বল ব্যাটসম্যানরা সোজাই বেশি খেলেছে।

ইংল্যান্ডের বিপক্ষে ৩৮৬ রান তাড়া করে ১০৬ রানে হেরে গেছে বাংলাদেশ। সাকিব বলেন, পরাজয়ে কিছু নেতিবাচক দিকও আমাদের ছিল। আসলে কারণ দেখানো যেতেই পারে। চেষ্টা করতে হবে পরের ম্যাচে মাঠের যে অবস্থাই থাক যে কন্ডিশনই থাক, আমরা যেন মানিয়ে নিতে পারি।

তিনি আরও বলেন, আমরা কখনোই এমন ভাবছিলাম না যে রানটা তাড়া করা যাবে না। তবে এটা কঠিন ছিল, শুরু থেকেই। একটা সময় আমাদের মনে হচ্ছিল জিততে না পারলেও আমরা খুব কাছে যেতে পারব। আমাদের এ বিশ্বাস ছিল।

মুশফিকের সঙ্গে ১০৬ রানের জুটি নিয়ে সাকিব বলেন, ভালোই আমাদের পার্টনারশিপ হচ্ছিল। তবে একসঙ্গে দুইটা উইকেট পড়ার পরই আমরা পেছনে চলে গেছি। ৩২০-৩৩০ রান হলে আমরা স্বাচ্ছন্দে জিততে পারতাম।

ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ২০১টি ম্যাচ খেলে ৮টি সেঞ্চুরি করেছেন সাকিব। এছাড়া টেস্টের ৫৫ ম্যাচে পাঁচটি সেঞ্চুরি এবং ২৫টি ফিফটি রয়েছে দেশসেরা এ ক্রিকেটারের। ওয়ানডে ও টেস্ট মিলে সাকিবের মোট সেঞ্চুরি হলো ১৩টি।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপের মঞ্চে সাকিবের প্রথম শতক

বিশ্বকাপের মঞ্চে সাকিবের প্রথম শতক

বিশ্বকাপের চতুর্থ সেঞ্চুরিয়ান জেসন রয়

বিশ্বকাপের চতুর্থ সেঞ্চুরিয়ান জেসন রয়

সাকিবের সেঞ্চুরিতেও ইংল্যান্ডের বিপক্ষে শতরানের পরাজয়

সাকিবের সেঞ্চুরিতেও ইংল্যান্ডের বিপক্ষে শতরানের পরাজয়

আফগানিস্তানকে হারিয়ে শীর্ষে নিউজিল্যান্ড

আফগানিস্তানকে হারিয়ে শীর্ষে নিউজিল্যান্ড