রেকর্ড গড়লেন ওয়ার্নার-ফিঞ্চ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৭ পিএম, ১২ জুন ২০১৯
রেকর্ড গড়লেন ওয়ার্নার-ফিঞ্চ

ছবি : এএফপি

চলতি বিশ্বকাপে উদ্বোধনী জুটিতে নতুন রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার।

টনটনে বিশ্বকাপের ১৭তম ম্যাচে বুধবার ওয়ার্নার-ফিঞ্চ পাকিস্তানের বিপক্ষে ১৪৬ রানের জুটি গড়েছেন। পাকিস্তান পেসার মোহাম্মদ আমির ৮২ রান করা ফিঞ্চকে আউট করে এ জুটি ভাঙেন। এ সময় ৫০ রানে অপরাজিত ছিলেন ওয়ার্নার।

এর আগে এবারের আসরে সর্বোচ্চ অপরাজিত ১৩৭ রানের উদ্বোধনী জুটি করেছিলেন নিউজিল্যান্ডের (৭৩) ও কলিন মুনরো (৫৮)। ১ জুন কার্ডিফে শ্রীলঙ্কার বিপক্ষে ১০ উইকেটে জয় পাওয়া ম্যাচে তাদের অপরাজিত জুটিতে ১৬.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা।

চলতি টুর্নামেন্টে এর আগে উদ্বোধনী জুটিতে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান ছিল ৯৬। ১ জুন ব্রিস্টলে আফগানিস্তানের বিপক্ষে ফিঞ্চ-ওযার্নার জুটিই করেছিলেন এ রেকর্ড।


শেয়ার করুন :


আরও পড়ুন

এবার বাংলাদেশকে ধন্যবাদ দিল ম্যাককালাম

এবার বাংলাদেশকে ধন্যবাদ দিল ম্যাককালাম

স্মিথ-ওয়ার্নার বাকি ৯ দলের জন্য অমঙ্গল

স্মিথ-ওয়ার্নার বাকি ৯ দলের জন্য অমঙ্গল

কেন্দ্রীয় চুক্তিতে স্মিথ-ওয়ার্নার

কেন্দ্রীয় চুক্তিতে স্মিথ-ওয়ার্নার

‘ক্ষুধার্ত’ ওয়ার্নার জ্বলে ওঠবে বিশ্বকাপে

‘ক্ষুধার্ত’ ওয়ার্নার জ্বলে ওঠবে বিশ্বকাপে