শ্রীলঙ্কাকে হারিয়ে শীর্ষে উঠলো অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৫ পিএম, ১৫ জুন ২০১৯
শ্রীলঙ্কাকে হারিয়ে শীর্ষে উঠলো অস্ট্রেলিয়া

ছবি : গেটি ইমেজ

বিশ্বকাপের ২০তম ও নিজেদের পঞ্চম ম্যাচে এসে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো বর্তমান চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কাকে ৮৭ রানের ব্যবধানে হারিয়ে পূর্ণ ৮ পয়েন্ট অর্জন করে শীর্ষস্থান দখল করে অস্ট্রেলিয়া।

শনিবার (১৫ জুন) দিনের প্রথম খেলায় টস হেরে প্রথমে ব্যাট করে অধিনায়ক অ্যারন ফিঞ্চের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার সামনে ৩৩৪ রানের স্কোর দাঁড় করায় অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ৪৫.৫ ওভারে ২৪৭ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

ব্যাট হাতে অধিনায়ক ফিঞ্চের সেঞ্চুরির পাশাপাশি স্টিভেন স্মিথের ৭৩ রান আর ম্যাক্সওয়েলের অপরাজিত ৪৬ রানের ওপর ভর করে ৩৩৪ রানের বিশাল স্কোর গড়ে দলটি। দুই ওপেনার ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার দলকে পৌঁছে দেয় ৮০ রানে।

ডেভিড ওয়ার্নারের বিদায়ে ভাঙে তাদের জুটি। ধনঞ্জয়া ডি সিলভার বলে সরাসরি বোল্ড আউট হওয়ার আগে ৪৮ চলে ২৬ রান করেন গত ম্যাচের সেঞ্চরিয়ান ওয়ার্নার। ডেভিড ওয়ার্নারকে হারানোর ধাক্কা সামলে নিতে অ্যারন ফিঞ্চ নতুন জুটি করেন ওসমান খাজাকে নিয়ে। তবে ব্যাট করতে নেমে নিজেকে প্রমাণ করতে পারেননি খাজা। দলকে ১০০ রানে পৌঁছে ব্যক্তিগত মাত্র ১০ রান করে ডি সিলভার দ্বিতীয় শিকারে পরিণত হন খাজা।

খাজার বিদায়ে ফিঞ্চ নতুন জুটি করেন স্টিভেন স্মিথকে নিয়ে। এ দু’জনের ব্যাটে ভর করেই বড় স্কোরের সুযোগ পায় অস্ট্রেলিয়া। তৃতীয় উইকেট জুটিতে স্টিভেন স্মিথের সঙ্গে ১৭৩ রানের পার্টনারশিপ গড়েন ফিঞ্চ। তাদের জুটি ভাঙার আগেই ২৭৩ রানে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

দলীয় ১৭৩ রানে ফিঞ্চের বিদায়ে ভাঙে এ সফল জুটি। আউট হওয়ার আগে দলের পক্ষে সেঞ্চুরিসহ ১৫৩ রানের ঝড়ো ইনিংস খেলেন ফিঞ্চ। সেঞ্চুরির পাশাপাশি চলমান বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিকও এখন এ অধিনায়ক।

ইসুরু উদানার বলে আউট হওয়ার আগে ৯৭ বলে সেঞ্চুরি করা ফিঞ্চ ১৩২ বলে ১৫টি চার ও ৫টি ছক্কায় ১৫৩ করেন তিনি। এটি তার ক্যারিয়ার সেরা রানও। দলীয় ২৭৪ রানে আউট হন স্মিথ। লাসিথ মালিঙ্গার বলে বোল্ড হওয়ার আগে স্মিথ ৫৯ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৭৩ রান করেন।

তবে ব্যাট করতে নেমে ভালো করতে পারেননি শন মার্শ, অ্যালেক্স ক্যারি আর প্যাট কামিন্স। শন মার্শকে মাত্র তিন রানে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন উদানা। ব্যাট করতে নেমে অ্যালেক্স ক্যারি ৪ রান করলেও রানের খাতা খোলার আগেই রান আউট হন প্যাট কামিন্স।

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে ডি সিলভা ও উদানা দুটি করে উইকেট নেন। মালিঙ্গা নেন একটি উইকেট।

৩৩৫ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে ভালোই শুরু করে শ্রীলঙ্কার দুই ওপেনার। ব্যাট হাতে ওপেনার ও শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থাকতে আউট হন। আরেক ওপেনার থিসেরা পেরেরা করেন ৫২ রান।

শ্রীলঙ্কার দুই ওপেনার ছাড়া আর কেউ ব্যাট হাতে দাঁড়াতে পারেননি। বাকি ৮ ব্যাটম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ৩০ রান। ৩৭ বল মোকাবেলা করে এ রান করেন মেন্ডিস। এছাড়া বাকি ৭ ব্যাটম্যান মিলে করেন মাত্র ৬০ রান।

অস্ট্রেলিয়ার পক্ষে বল হাতে মিচেল স্টার্ক ১০ ওভারে ৫৫ রান দিয়ে তুলে নিয়েছেন ৪টি উইকেট। এছাড়া ঝাই রিচার্ডসন ৩টি, প্যাট কামিন্স ২টি এবং জেসন বেরেনড্রফ একটি উইকেট পেয়েছেন। ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

শ্রীলঙ্কার বিপক্ষে এ জয়ে ৫ ম্যাচে ৪ জয় ও এক হারে ৮ পয়েন্ট অর্জন করে শীর্ষে উঠেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে ৫ ম্যাচে ১ জয়, ২ হার ও ২টি পরিত্যক্ত ম্যাচের মোট ৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানেই রইলো শ্রীলঙ্কা।


শেয়ার করুন :


আরও পড়ুন

রেকর্ড গড়লেন ওয়ার্নার-ফিঞ্চ

রেকর্ড গড়লেন ওয়ার্নার-ফিঞ্চ

অশ্লীল ভাষা ব্যবহারে জাম্পাকে সতর্ক বার্তা

অশ্লীল ভাষা ব্যবহারে জাম্পাকে সতর্ক বার্তা

স্মিথ-ওয়ার্নার বাকি ৯ দলের জন্য অমঙ্গল

স্মিথ-ওয়ার্নার বাকি ৯ দলের জন্য অমঙ্গল

‘ক্ষুধার্ত’ ওয়ার্নার জ্বলে ওঠবে বিশ্বকাপে

‘ক্ষুধার্ত’ ওয়ার্নার জ্বলে ওঠবে বিশ্বকাপে