আঘাত গুরুতর নয়, শঙ্কামুক্ত মিরাজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৫ পিএম, ২৩ জুন ২০১৯
আঘাত গুরুতর নয়, শঙ্কামুক্ত মিরাজ

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কিছুটা ধাক্কা খেল বাংলাদেশ। আগামীকাল সাউদাম্পটনের রোজ বোলে দ্বাদশ বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আজ রোববার (২৩ জুন) সাউদাম্পটনে অনুশীলনকালে ইনজুরিতে পড়েছেন মেহেদি হাসান মিরাজ।

অনুশীলনের এক ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ। এ সময় নেটে ব্যাট করছিলেন সাব্বির রহমান। তার একটি শট মাটিতে ড্রপ করে মিরাজের মাথায় আঘাত করে।

বলের আঘাতের পর বেশ কিছুক্ষণ অচেতন অবস্থায় থাকে মিরাজ। পরে মাঠের ভেতরই তাকে প্রাথমিক চিকিৎসা দেন ফিজিও থিহান চন্দ্রমোহন। এরপর ড্রেসিংরুমে নিয়ে তাকে আরও চিকিৎসা দেয়া হয়।

ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, পরীক্ষা নিরীক্ষার পর মিরাজকে শঙ্কামুক্ত ঘোষণা করা হয়েছে। তবে এখনো কনকাশন রিপোর্ট করা হয়নি।

প্রসঙ্গত, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোসাদ্দেক হোসেনের চোট নিয়ে এমনিতেই বিপাকে আছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে এ দুজনকে পাওয়া যায়নি। মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজাও হালকা চোট নিয়ে খেলছেন। এর মাঝে মিরাজের এভাবে চোট পাওয়া দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছিল।


শেয়ার করুন :


আরও পড়ুন

সাউদাম্পটনে ঐচ্ছিক অনুশীলনে বাংলাদেশ দল

সাউদাম্পটনে ঐচ্ছিক অনুশীলনে বাংলাদেশ দল

সেমির আশা ছাড়ছেন না মাশরাফি

সেমির আশা ছাড়ছেন না মাশরাফি

শামির হ্যাটট্রিকে ভারতের শ্বাসরুদ্ধকর জয়

শামির হ্যাটট্রিকে ভারতের শ্বাসরুদ্ধকর জয়

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিউজিল্যান্ডের শ্বাসরুদ্ধকর জয়

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিউজিল্যান্ডের শ্বাসরুদ্ধকর জয়