‌২০২৩ বিশ্বকাপে ফেভারিট হিসেবে খেলবে বাংলাদেশ : মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৫ পিএম, ০৬ জুলাই ২০১৯
‌২০২৩ বিশ্বকাপে ফেভারিট হিসেবে খেলবে বাংলাদেশ : মাশরাফি

ফাইল ছবি

সেমিফাইনালের আশা নিয়ে শুরু করলেও দ্বাদশ বিশ্বকাপের লিগ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। সেমির স্বপ্ন পূরণ হয়নি বাংলাদেশের। তবে আগামী বিশ্বকাপে (২০২৩) বাংলাদেশ ফেভারিট হিসেবেই খেলতে নামবে বলে দৃঢ় বিশ্বাস বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি এমনটাই বলেছেন। ২০২৩ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ আসর। উপমহাদেশের কন্ডিশন ও বর্তমান খেলোয়াড়দের অভিজ্ঞতার সাথে নতুনদের সংমিশ্রণে বাংলাদেশ ভালো করবে বলে মনে করেন মাশরাফি।

তিনি বলেন, ‘আশা করি তামিম-মুশফিক-রিয়াদ-সাকিব আগামী বিশ্বকাপ পর্যন্ত সুস্থ থাকবে। তাদের কোন ইনজুরির সমস্যা হবে না। তাদের সঙ্গে নতুন কিছু খেলোয়াড় যোগ হলে ভারতে অনুষ্ঠেয় আগামী বিশ্বকাপে (২০২৩) বাংলাদেশের ভালো করবে।’

দলের সেরা খেলোয়াড়দের অভিজ্ঞতা ও উপমহাদেশের কন্ডিশনের কারণে বাংলাদেশ যে শিরোপা জিতবে, তা বলছেন না মাশরাফি। তবে ফেভারিট হিসেবেই বাংলাদেশ বিশ্বকাপ খেলতে নামবে বলে মনে করেন মাশরাফি।

টাইগারদের এ অধিনায়ক বলেন, ‘যেহেতু ভারতে খেলা, তাই বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হয়ে যাবে সেটা বলবো না। তবে এতোটুকু বলবো, আগামী বিশ্বকাপে বাংলাদেশ অবশ্যই ফেভারিট হিসেবে মাঠে নামবে।’


শেয়ার করুন :


আরও পড়ুন

মাশরাফির ভবিষ্যৎ পরিকল্পনায় নেই অবসর

মাশরাফির ভবিষ্যৎ পরিকল্পনায় নেই অবসর

এটা আমার শেষ বিশ্বকাপ ম্যাচ হান্ড্রেড পার্সেন্ট : মাশরাফি

এটা আমার শেষ বিশ্বকাপ ম্যাচ হান্ড্রেড পার্সেন্ট : মাশরাফি

মাশরাফিকে সবাই ভালোবাসে, অবসরের বিষয় একান্ত তার : রোডস

মাশরাফিকে সবাই ভালোবাসে, অবসরের বিষয় একান্ত তার : রোডস

অবসর নিয়ে যা বললেন মাশরাফি

অবসর নিয়ে যা বললেন মাশরাফি