সেমিতে ইংল্যান্ডকে পেয়ে ‘রোমাঞ্চিত’ অ্যারন ফিঞ্চ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৯ এএম, ০৮ জুলাই ২০১৯
সেমিতে ইংল্যান্ডকে পেয়ে ‘রোমাঞ্চিত’ অ্যারন ফিঞ্চ

ফাইল ছবি

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাটকীয়ভাবে দক্ষিণ আফ্রিকার কাছে ১০ রানে পরাজিত হওয়ায় বিশ্বকাপের দ্বিতীয় ‘ব্লকবাস্টার’ ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ডকে পেয়ে ‘রোমঞ্চিত’ অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

গ্রুপ পর্বে এই ইংলিশদের হারিয়েছিল অস্ট্রেলিয়া। তবে লর্ডসের ওই ম্যাচে ইংলিশ দলে ছিলেন না জেসন রয়। ইনজুরি কাটিয়ে এখন পুরোপুরি ফিট হয়ে উঠেছেন তিনি।

অসি অধিনায়ক বলেন, প্রতিপক্ষ কে এবং কোথায় খেলা হচ্ছে সেটি বিবেচনায় না রেখে আপনাকে যে কোন দলকেই হারাতে হবে। কয়েক সপ্তাহ আগে ইংলিশদের বিপক্ষে ম্যাচটি অবশ্যই আমাদের আত্মবিশ্বাস জোগাবে। বর্তমানে ইংল্যান্ড দারুন ফর্মে রয়েছে। তাই তাদের বিপক্ষে জয় পাবার জন্য আমাদেরও সেরাটা দিতে হবে।

তিনি আরও বলেন, তবে এটি রোমঞ্চকর একটি ম্যাচ হতে যাচ্ছে। অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ মানেই ‘রোমঞ্চক’ কিছু। আর বার্মিহামে যখন আপনি খেলতে যাবেন, তখন সামনে দেখবেন উৎফুল্ল দর্শকের উপস্থিতি। দারুন একটি পরিবেশে ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শনিবারের গ্রুপ ম্যাচে প্রোটিয়াদের দেওয়া ৩২৬ রানের টার্গেটে ব্যাট করতে গিয়ে ডেভিড ওয়ার্নারের (১২২) সেঞ্চুরি, অ্যালেক্স ক্যারির ক্যারিয়ার সেরা ৮৫ রানে ভর করে বেশ ভালোভাবেই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত আটকে গেছে ৩১৫ রানে।

তাদের ওই হারকে তরান্বিত করেছে মাত্র ৬ রানে প্রতিষ্ঠিত ব্যাটসম্যান উসমান খাজার আহত অবসর। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে সাজঘরে যাওয়া খাজা অবশ্য শেষভাগে ফের মাঠে ফিরেছিলেন। কিন্তু নির্ধারতি লক্ষ্যে দলকে পৌঁছে দিতে ব্যর্থ হন।
বাঁহাতি এই ন্যাটা ব্যাটসম্যানের বিশ্বকাপ শেষ হয়ে গেছে বলেই আশঙ্কা করছেন অধিনায়ক ফিঞ্চ।

তিনি বলেন, ‘উসমানের অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না। আগেও তিনি কয়েকবার হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন। আজও তার একই অবস্থা হয়েছে। দ্বিতীয়বার মাঠে ফিরেও তিনি বিশেষ কিছু করতে পারেননি। ম্যাচ কাছাকাছি যাবার পর তিনি মারমুখি ব্যাট করতে চেয়েছিলেন। গতিও এনেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন।’

পরাজয়ের ব্যাখ্যা দিয়ে অসি অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় ফিল্ডিংয়ে আমাদের সামান্য ঘাটতি ছিল। ব্যাটিংয়েও তাই। আমারটা সহ কয়েকটি আউট হয়েছে একেবারেই দৃষ্টিকটূভাবে।’

তবে সদ্য পিতৃত্বের স্বাদ পাওয়া ওয়ার্নারের প্রশংসা করেছেন ফিঞ্চ। বলেন, ‘আজ তিনি দুর্দান্ত খেলেছেন। অপর পাশে যখন উইকেট পতনের মচ্ছব লেগেছিল তখন এভাবে খেলাটা সহজ ছিল না। আজ তিনি নিজের জাত চিনিয়েছেন। ১২২ রানের অসাধারণ একটি ইনিংস খেলেছেন। তিনি একজন বড় মাপের ক্রিকেটার।’


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে যারা

বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে যারা

সত্যিই সেদিন লক্ষ্যে পৌঁছতে পারবো : সাকিব

সত্যিই সেদিন লক্ষ্যে পৌঁছতে পারবো : সাকিব

খুশি নন মোস্তাফিজ

খুশি নন মোস্তাফিজ

‌২০২৩ বিশ্বকাপে ফেভারিট হিসেবে খেলবে বাংলাদেশ : মাশরাফি

‌২০২৩ বিশ্বকাপে ফেভারিট হিসেবে খেলবে বাংলাদেশ : মাশরাফি