আম্পায়ারের ‘ভুলের’ প্রতিবাদ করায় রয়কে জরিমানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫০ এএম, ১২ জুলাই ২০১৯
আম্পায়ারের ‘ভুলের’ প্রতিবাদ করায় রয়কে জরিমানা

ছবি : গেটি ইমেজ

দ্বাদশ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকের হারিয়ে ২৭ বছর পর ফাইনালে উঠেছে স্বাগতিক ইংল্যান্ড। বৃহস্পতিবার (১১ জুলাই) বার্মিংহামের এজবাস্টনে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে ইংলিশরা। এদিকে জয় পেলেও আম্পায়ারের ‘ভুল’ সিদ্ধান্তের প্রতিবাদ করে জরিমানার কবলে পড়েছেন ইংলিশ ব্যাটসম্যান জেসন রয়।

২২৪ রানের টার্গেটে খেলতে নেমে অস্ট্রেলিয়ার বোলারদের অসহায় বানিয়ে ফেলেন ইংল্যান্ডের দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো। প্রথম ১০ ওভারে সর্তকতার সাথে খেলে ৫০ রান করেন দুই ওপেনার। এরপরই মারমুখী হয়ে রুপ নেন তারা। পরের ৫ ওভারে ৪৫ রান যোগ করেন রয় ও বেয়ারস্টো। ওয়ানডে ক্যারিয়ারের ১৮তম হাফ-সেঞ্চুরি তুলে নেন রয়।

১৬তম ওভারে অস্ট্রেলিয়ার স্মিথকে তৃতীয় থেকে পঞ্চম বল পর্যন্ত টানা তিনটি ছক্কা মারেন রয়। ওই ওভারেই শতরানের কোটা স্পর্শ করেন ইংল্যান্ড। দলকে উড়ন্ত সূচনা এনে দেওয়ার পর এগিয়ে যেতে থাকেন রয়-বেয়ারস্টো। তবে ১৮তম ওভারের দ্বিতীয় বলে এ জুটিকে বিচ্ছিন্ন করেন চলমান বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি অস্ট্রেলিয়ার স্টার্ক। ৫টি চারে ৪৩ বলে ৩৪ রান করেন বেয়ারস্টো।

বেয়ারস্টোর বিদায়ে উইকেটে আসা জো রুট ব্যাট হাতে অস্ট্রেলিয়ার বোলারদের শাসন করতে থাকেন। আর অন্যপ্রান্তে সেঞ্চুরির স্বপ্ন দেখতে থাকেন রয়। তবে আম্পায়ারের ভুলের কারণে ২০তম ওভারের চতুর্থ বলে স্বপ্ন ভঙ্গ হয় রয়ের।

অস্ট্রেলিয়ার পেসার কামিন্সের বাউন্সার পুল করেছিলেন রয়। কিন্তু বল তার ব্যাট বা গ্লভস স্পর্শ না করে অসি উইকেটরক্ষক ক্যারির হাতে জমা পড়ে। সাথে সাথে আউটের আবেদন করে অস্ট্রেলিয়া। সেই আবেদনে সাড়া দিয়ে রয়কে আউট দেন শ্রীলঙ্কার আম্পায়ার কুমার ধর্মসেনা।

আম্পায়ারের এমন আউটে হতভম্ব হয়ে ক্রিজে দাঁড়িয়ে তর্ক করতে থাকেন রয়। কারণ রিভিউ নেয়ার কোন উপায় ছিল না। বেয়ারস্টো রিভিউ নিয়ে সেই সুযোগ পথ বন্ধ করে দেন। আম্পায়ারের ভুলে শেষে পর্যন্ত ৮৫ রানে থেমে যেতে হয় রয়কে। তার ৬৫ বলের ইনিংসে ৯টি চার ও ৫টি ছক্কা ছিল।

এদিকে ‘ভুল’ সিদ্ধান্তে আউট দেওয়ার কারণে আম্পায়ারদের সাথে তর্ক করায় জরিমানা করা হয়েছে ইংল্যান্ড দলের এ ব্যাটসম্যানকে। আইসিসির আচরণবিধি এবং প্লেয়ার সাপোর্ট কাউন্সিলের আইসিসি আচরণবিধির ২.৮ ধারা লঙ্ঘন করার তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

জরিমানা হিসেবে রয়ের ম্যাচ ফির ৩০ শতাংশ কেটে নেওয়ার পাশাপাশি তার নামের পাশে দুটি ডিমোরেট পয়েন্টও যোগ করা হয়েছে। আইসিসি এক বার্তায় এ তথ্য নিশ্চিত করে জানান, এ বিষয়ে আনুষ্ঠানিভাবে কোন শুনানির প্রয়োজন হয়নি।

এদিকে জরিমানার পাশাপাশি তার নামের পাশে দুটি ডিমোরেট পয়েন্ট যোগ করা হলেও ফাইনালে তার খেলতে কোন বাধা নেই বলেও জানিয়েছে আইসিসি।


শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড

অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড

আর্চারের বাউন্সারে রক্ত ঝরলো ক্যারির

আর্চারের বাউন্সারে রক্ত ঝরলো ক্যারির

ভারত হারলে বাংলাদেশের মানুষ এতো খুশি কেন?

ভারত হারলে বাংলাদেশের মানুষ এতো খুশি কেন?

ভারত-নিউজিল্যান্ড ম্যাচ থেকে চার ভারতীয় গ্রেফতার

ভারত-নিউজিল্যান্ড ম্যাচ থেকে চার ভারতীয় গ্রেফতার