ভারতকে পাল্লা দেওয়ার মত অস্ত্র আছে : ফিঞ্চ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৫ এএম, ১০ জানুয়ারি ২০২০
ভারতকে পাল্লা দেওয়ার মত অস্ত্র আছে : ফিঞ্চ

ফাইল ছবি

বিরাট কোহলির দলের সঙ্গে পাল্লা দেওয়ার মত অস্ত্র হাতে রয়েছে বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বৃহস্পতিবার ভারতের উদ্দেশে দেশ ছাড়ার আগে তিনি এমন মন্তব্য করেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) মুম্বাইয়ে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। এরপর রাজকোট ও ব্যাঙ্গালোরে বাকি দুই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে দল দুটি।

গত বছর অনুষ্ঠিত ইংল্যান্ড বিশ্বকাপের পর এই প্রথম সিমীত ওভারের ম্যাচে পরস্পরের মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। দুই দলই বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে পড়েছিল।

ফিঞ্চের বিশ্বাস স্বাগতিক ভারতের মোকাবেলার জন্য প্রয়োজনীয় রশদ তার দলের আছে। গত বছরের শুরুতে অনুষ্ঠিত সিরিজে ভারতের মাটিতে আপসেটের জন্ম দিয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জয় করেছিল অস্ট্রেলিয়া।

অধিনায়ক ফিঞ্চ বলেন, ‘তাদের কন্ডিশনে আমাদের গেম পরিকল্পনা খুবই ভালো। আর এটিই আমাদেরকে আত্মবিশ্বাস যোগাচ্ছে।উপ-মহাদেশীয় কন্ডিশনে অনেক কিছুই নির্ভর করে শুরুর উপর। কারণ, সেখানে স্বাগতিক দল ভালো অবস্থানে যেতে পারলেই প্রভাব বিস্তার করে নেবে। ভারত বলুন কিংবা পাকিস্তান বা শ্রীলঙ্কা। তারা আপনার শুরুটা মাটি করার চেষ্টা করবেই।’

তিনি বলেন, ‘জানি আমাদের গেম পরিকল্পনা খুবই ভালো। ভারতের মাটিতে তাদের হারানোর মত দক্ষতাও আছে। আর এটিই সেখানে যাওয়ার সময় আমাদের মধ্যে আত্মবিশ্বাস যুগিয়ে দিচ্ছে।’

গ্রীষ্মে টেস্ট নিয়ে ব্যস্ত সময় কাটানোর কারণে এই সফরে দলের সঙ্গে যাচ্ছেন না অস্ট্রেলিয়ার নিয়মিত কোচ জস্টিন ল্যাঙ্গার। পরিবর্তে দায়িত্ব পালন করবেন তার সহকারী এন্ড্রু ম্যাকডোনাল্ড।

কোচ হিসেবে দারুণ উন্নতি করেছেন ম্যাকডোনাল্ড। চার বছর আগেও অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশ খেলেছেন তিনি। এরপর কোচ হিসেবে আত্মপ্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় গত অক্টোবরে ল্যাঙ্গারের দক্ষিণ হস্ত বনে যান তিনি।

এ সিরিজে ফর্মে থাকা ব্যাটসম্যান মার্নাস লাবুশেনকে স্কোয়াডভুক্ত করে অস্ট্রেলিয়া দারুণ অবস্থানে রয়েছে। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ এক টেস্ট গ্রীস্ম কাটিয়েছেন তিনি। এখন অপেক্ষায় আছেন ওয়ানডে অভিষেকের। নতুন এ তারকা প্রসঙ্গে ফিঞ্চ বলেন, ‘আমরা জানি তাকে নিয়ে বেশি কিছু বলার নেই।’

১৮ মাস পর আবারও ভারত সফরকারী ওয়ানডে স্কোয়াডে স্থান পেয়েছেন অ্যাস্টন আগার। ইনজুরি থেকে ফিরে জাতীয় দলে ডাক পেয়েছেন জশ হ্যাজেল উড। যেখানে তিনি পার্টনার হিসেবে পেতে যাচ্ছেন মিচেল স্টার্ক ও প্যাট কামিনসকে।

তবে উসমান খাজা, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস ও নাথান লিওঁ’র মতা হাই প্রোফাইল খেলোয়াড়দের জায়গা হয়নি ভারতের বিপক্ষে এ স্কোয়াডে।

অস্ট্রেলিয়া স্কোয়াড
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন আগার, অ্যালেক্স কেরি, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, জশ হ্যাজেল উড, মার্নাস লাবুশেন, কেন রিচার্ডসন, ডি’আর্চি শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, অ্যাস্টন টার্নার, ডেভিড ওয়ার্নার ও এডাম জাম্পা।


শেয়ার করুন :


আরও পড়ুন

যতই দিন যাচ্ছে আরও তরুণ হচ্ছি : ক্রিস গেইল

যতই দিন যাচ্ছে আরও তরুণ হচ্ছি : ক্রিস গেইল

দলনেতা মুশফিকের প্রশংসায় ফ্রাইলিঙ্ক

দলনেতা মুশফিকের প্রশংসায় ফ্রাইলিঙ্ক

নিজ মাঠে টেস্ট ক্রিকেট ফেরাচ্ছে জিম্বাবুয়ে

নিজ মাঠে টেস্ট ক্রিকেট ফেরাচ্ছে জিম্বাবুয়ে

ছোট্ট বিনোদনে গেইলের ‍বিপিএল শুরু

ছোট্ট বিনোদনে গেইলের ‍বিপিএল শুরু