ভারতকে হোয়াইটওয়াশ করে নিউজিল্যান্ডের প্রতিশোধ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫২ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২০
ভারতকে হোয়াইটওয়াশ করে নিউজিল্যান্ডের প্রতিশোধ

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল স্বাগতিক নিউজিল্যান্ড। এবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সেই প্রতিশোধ নিল কিউইরা। তৃতীয় ও শেষ ম্যাচে ৫ উইকেটে হারিয়ে দিয়ে ভারতকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করলো নিউজিল্যান্ড।

ভারতকে হোয়াইটওয়াশ করে ৩-০ ব্যবধানে সিরিজও জিতেছে কিউইরা। এর আগে প্রথম দুই ওয়ানডে যথাক্রমে ৪ উইকেটে ও ২২ রানে জিতেছিল নিউজিল্যান্ড। একই সঙ্গে ৩০ বছরের মধ্যে ওয়ানডে ক্রিকেটে এই প্রথম দ্বিপাক্ষীক কোন সিরিজে হোয়াইটওয়াশ হলো ভারত।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মাউন্ট মঙ্গানুইতে টস জিতে প্রথমে বোলিং করতে নামে নিউজিল্যান্ড। ব্যাট হাতে নেমে ভারতকে ভালো শুরু এনে দিতে পারেননি ভারতের দুই ওপেনার পৃথ্বী শ ও মায়াঙ্ক আগারওয়াল। দলীয় ৮ রানে বিচ্ছিন্ন হন তারা। ১ রানে থাকা আগারওয়ালকে বোল্ড করেন আগের ম্যাচের হিরো পেসার কাইল জেমিসন।

অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে বড় জুটির চেষ্টা করেন পৃথ্বী। তবে কোহলিকে বড় ইনিংস খেলতে দেননি নিউজিল্যান্ডের পেসার হামিশ বেনেট। ১টি ছক্কায় ৯ রানে থামেন তিনি। সিরিজে কোহলির রান ৭৫। গেল ৫ বছরের মধ্যে তিন ম্যাচের সিরিজে এটিই সবচেয়ে কম রান কোহলির।

বড় ইনিংস খেলার আভাস দিয়েও ব্যক্তিগত ৪০ রানে রান আউট হন পৃথ্বী। ফলে ৬২ রানের মধ্যে উপরের সারির তিন ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে ভারত। এ অবস্থায় দলকে বিপদমুক্ত করেন শ্রেয়াস আইয়ার ও উইকেটরক্ষক লোকেশ রাহুল। ১১০ বলে ১০০ রানের জুটি গড়েন তারা। হাফ-সেঞ্চুরি তুলে ৬৩ বলে ৬২ রানে আউট হন আইয়ার।

৩১তম ওভারে আইয়ার ফিরলেও মনিষ পান্ডিয়াকে নিয়ে দলের স্কোরকে সামনের দিকে টানতে থাকেন রাহুল। প্রথম ওয়ানডেতে অনবদ্য ৮৮ রান করা রাহুল এবার আর সেঞ্চুরি স্পর্শ করতে ভুল করেননি। ১০৪ বলে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করেন রাহুল। ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়ের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে উপমহাদেশের বাইরে উইকেটরক্ষক হিসেবে সেঞ্চুরি করলেন রাহুল।

তিন অংকে পা দিয়ে ১১২ রানে আউট হন রাহুল। বেনেটের দ্বিতীয় শিকার হওয়ার আগে ১১৩ বলে ৯টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। পান্ডিয়ার সাথেও সেঞ্চুরির জুটি গড়েন রাহুল। ৯৭ বলে ১০৭ রান যোগ করেন তারা। ইনিংসের শেষ দিকে রবীন্দ্র জাদেজার অপরাজিত ৮, শারদুল ঠাকুরের ৭ ও নবদীপ সাইনির অপরাজিত ৮ রানে ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৬ রানের সংগ্রহ পায় ভারত। নিউজিল্যান্ডের বেনেট ৬৪ রানে ৪ উইকেট নেন।
sportsmail24

জয়ের জন্য ২৯৭ রানের লক্ষ্যে নিউজিল্যান্ডের ইনিংসের শুরুতেই উড়ন্ত সূচনা করেন দুই ওপেনার মার্টিন গাপটিল ও হেনরি নিকোলস। ৯৩ বলে ১০৬ রান দলকে উপহার দেন তারা। বিধ্বংসী রুপ দেখিয়েছেন গাপটিল। ছক্কা মেরে ২৯ বলে ওয়ানডে ক্যারিয়ারের ৩৭তম হাফ-সেঞ্চুরি পূর্ন করেন।

দ্রুত হাফ-সেঞ্চুরির পর নিজের ইনিংসকে বড় করতে থাকা গাপটিলকে সরাসরি বোল্ড করে থামান ভারতের স্পিনার যুজবেন্দ্রা চাহাল। ৪৬ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় ৬৬ রান করেন গাপটিল। গাপটিল বিদায় নিলেও আরেক ওপেনার নিকোলস দলের রানের চাকা ঘুড়াতে থাকেন। দ্বিতীয় উইকেটে অধিনায়ক কেন উইলিয়ামসনকে নিয়ে ৫৩ ও তৃতীয় উইকেটে রস টেইলরের সাথে ২৭ রান যোগ করেন নিকোলস।

সিরিজে প্রথমবারের মত খেলতে নামা উইলিয়ামসন ২২ ও টেইলর ১২ রানে আউট হলেও ওয়ানডে ক্যারিয়ারের ১১তম হাফ-সেঞ্চুরি তুলে তিন অংকের পথেই ছিলেন নিকোলস। কিন্তু নিকোলসকে ব্যক্তিগত ৮০ রানে থামিয়ে ভারতকে খেলায় ফেরান পেসার ঠাকুর। ৯টি চারে ১০৩ বলে নিজের ইনিংসটি সাজান নিকোলস। ছয় নম্বরে নামা জেমস নিশামও ১৯ রানে আউট হলে জয় থেকে ৭৭ রান দূরে দাঁড়িয়ে ছিল নিউজিল্যান্ড। বল ছিল ৬৩টি।

এ অবস্থায় ভারতের বোলারদের উপর ছড়ি ঘুড়িয়েছেন অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম। ২০ বলে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ হাফ-সেঞ্চুরি তুলে ১৭ বল বাকি রেখে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন গ্র্যান্ডহোম। ষষ্ঠ উইকেটে ৪৬ বলে অবিচ্ছিন্ন ৮০ রান করেন গ্র্যান্ডহোম ও টম লাথাম।

৬টি চার ও ৩টি ছক্কায় ২৮ বলে অনবদ্য ৫৮ রান করেন গ্র্যান্ডহোম। ৩টি চারে ৩৪ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন লাথাম। ভারতের চাহাল ৪৭ রানে ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন নিউজিল্যান্ডের নিকোলস ও সিরিজ সেরা হন টেইলর।


শেয়ার করুন :


আরও পড়ুন

নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হারলো ভারত

নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হারলো ভারত

হেরে যাওয়া ম্যাচে কোহলিদের বড় অংকের জরিমানা

হেরে যাওয়া ম্যাচে কোহলিদের বড় অংকের জরিমানা

৩৪৭ রান টপকে ভারতকে হারালো নিউজিল্যান্ড

৩৪৭ রান টপকে ভারতকে হারালো নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে ভারতের বিশ্বরেকর্ড

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে ভারতের বিশ্বরেকর্ড