ইতিহাসের পাতায় পোলোস্যাক, আইসিসির অভিনন্দন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৩ এএম, ০৮ জানুয়ারি ২০২১
ইতিহাসের পাতায় পোলোস্যাক, আইসিসির অভিনন্দন

ক্রিকেটে ছেলেদের ওয়ানডে ম্যাচে প্রথম নারী আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করে আগেই ইতিহাস গড়ছিলেন ক্লেয়ার পোলোস্যাক। এবার গড়লেন আরেক ইতিহাস। ৩২ বছর বয়সী এ নারী এবার ইতিহাস গড়লেন ছেলেদের টেস্ট ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সিডনিতে সিরিজের তৃতীয় টেস্টে মুখোমুখি হওয়া ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে নাম লিখিয়েছেন তিনি। ক্লেয়ার পোলোস্যাকের এমন কীর্তিতে অভিনন্দন জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট সিরিজের তৃতীয় ও সিডনির ম্যাচে অনফিল্ডে আম্পায়ারের দায়িত্ব পালন করছেন সাবেক দুই অসি তারকা পল রাইফেল ও পল উইলসন। টিভি আম্পায়ার হিসেবে ব্রুস অক্সেনফোর্ড ও ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন ডেভিড বুন। আর চতুর্থ আম্পায়ার হিসেবে রয়েছেন পোলোস্যাক।

আইসিসির নিয়মানুযায়ী, টেস্ট ম্যাচের জন্য আইসিসি আম্পায়ারদের আন্তর্জাতিক প্যানেল ও স্বাগতিক দেশ থেকে চতুর্থ আম্পায়ার নিয়োগ হয় স্বাগতিক দেশ থেকে। সেই অনুযায়ী চতুর্থ আম্পায়ার হিসেবে পোলোস্যাককে দায়িত্ব দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

ছেলেদের টেস্ট ইতিহাসে এর আগে কখনো কোনো নারী খেলা পরিচালনা দলের (পিসিটি) সদস্য হননি। এর মধ্য দিয়ে ছেলেদের ওয়ানডের পর টেস্ট ম্যাচেও আম্পায়ারের দায়িত্ব পালন করেন ক্লেয়ার পোলোস্যাক নাম লেখালেন ইতিহাসের পাতায়।

২০১৮ সালে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারের ভূমিকায় ছিলেন পোলোস্যাক। মেয়েদের বিগব্যাশেও আম্পায়ারিং করে ইতিহাস গড়েছেন এ নারী আম্পায়ার।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মেসির জোড়া গোল, প্রথমবার শীর্ষ চারে বার্সেলোনা

মেসির জোড়া গোল, প্রথমবার শীর্ষ চারে বার্সেলোনা

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন সৌরভ গাঙ্গুলি

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন সৌরভ গাঙ্গুলি

লুইসকে দুই সিরিজের জন্য পেয়েছে বিসিবি

লুইসকে দুই সিরিজের জন্য পেয়েছে বিসিবি

এসি মিলানের জয়রথ থামিয়ে জুভেন্টাসের জয়োল্লাস

এসি মিলানের জয়রথ থামিয়ে জুভেন্টাসের জয়োল্লাস