ঢাকার মাঠে ম্যাথিউস-চান্দিমালের জোড়া শতক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩২ পিএম, ২৬ মে ২০২২
ঢাকার মাঠে ম্যাথিউস-চান্দিমালের জোড়া শতক

দুই ম্যাচ সিরিজের ঢাকার মাঠে দ্বিতীয় টেস্টে জোড়া শতক তুলে নিলেন শ্রীলঙ্কান দুই ব্যাটার।সিরিজে টানা দ্বিতীয় শতক তুলে নিলেন  অ্যাঞ্জেলো ম্যাথিউস। এছাড়া তিন বছর পর টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি করলেন দীনেশ চান্দিমাল।

বাংলাদেশ সফরের আগে রানখরা ভুগছিলেন লঙ্কান এ দুই ক্রিকেটার। ব্যাট হাতে রানখরায় থাকা দুই ব্যাটার ফর্মে ফেরায় যেন বাংলাদেশকে বেছে নিয়েছেন। টাইগারদের ডেরাতে এসে ব্যাট হাতে নিজেদের চেনা ছন্দ ফিরে এসেছেন তারা।

দুই ম্যাচ সিরিজের চট্টগ্রামে প্রথম টেস্টে এক রানের জন্য দ্বিশতক মিস করা ম্যাথিউস ঢাকাতেও তুলে নিলেন সেঞ্চুরি। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়বারের মতো শতক হাঁকিয়ে পূরণ করলেন ক্যারিয়ারের ১৩তম শতক।

ম্যাথিউসের ১৩তম সেঞ্চুরির দিনে একই মাঠে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি তুলে নিলেন দীনেশ চান্দিমাল।যদিও এর আগেই সিরিজের প্রথম টেস্টে রানে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন লঙ্কান এ দুই ব্যাটার।

২০১৮ সালে ক্যারিবিয়ানদের মাঠে সর্বশেষ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন দীনেশ চান্দিমাল। এরপর থেকে জাতীয় দলে যাওয়া-আসার মধ্যে থাকা এই ক্রিকেটার দীর্ঘ তিন বছর পর দেখা পেলেন ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি। ম্যাচের হিসেবে ১৮ টেস্ট পর দেখা পেয়েছেন কাঙ্ক্ষিত এ সেঞ্চুরির।

দীর্ঘ তিন বছর পর সেঞ্চুরির দেখা পাওয়া চান্দিমাল এ সময়টাতে ব্যাড প্যাঁচে আটকা পড়ে ছিলেন। নিজের খারাপ সময়টাতে ১৮ টেস্টে মাত্র তিনবার পঞ্চাশোর্ধ রানের দেখা পেয়েছিলেন। 

অপরদিকে বাংলাদেশ সফরের আগে ব্যাড প্যাঁচে আটকে থাকা ম্যাথিউস তার গেরো খুলেছিলেন চট্টগ্রাম টেস্টে। চট্টগ্রামে প্রথম ইনিংসে এক রানের জন্য সেঞ্চুরি মিস করা ম্যাথিউস দ্বিতীয় ইনিংসে অবশ্য রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরেছিলেন।

ঢাকার মাঠে আর সেই ভুলের পুনরাবৃত্তি করেননি। তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি।নিজের ইনিংসের ১৮১তম বলে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি তুলে নিয়েছেন দীনেশ চান্দিমাল।

২৬১ মিনিট ব্যাটিং করে ৯ চার এবং এক ছক্কায় করেছেন এই সেঞ্চুরি। অপরদিকে অ্যাঞ্জেলো ম্যাথিউস তার সেঞ্চুরি তুলে নিয়েছেন ২৭৪তম বলে। ৪৩৫ মিনিটে ছয় চার এবং দুই ছক্কায় সেঞ্চুরি করেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

মেজাজ হারিয়ে আইসিসির শাস্তি পেলেন তাইজুল

মেজাজ হারিয়ে আইসিসির শাস্তি পেলেন তাইজুল

লঙ্কান অধিনায়ককে সেঞ্চুরি বঞ্চিত করলেন সাকিব

লঙ্কান অধিনায়ককে সেঞ্চুরি বঞ্চিত করলেন সাকিব

টেস্টে দলীয় রানে সবচেয়ে বেশি অবদানের শীর্ষে মুশফিক-লিটন

টেস্টে দলীয় রানে সবচেয়ে বেশি অবদানের শীর্ষে মুশফিক-লিটন

ম্যাচে ফিরতে ফ্রন্টলাইন বোলাদের দায়িত্ব নিতে হবে: লিটন দাস

ম্যাচে ফিরতে ফ্রন্টলাইন বোলাদের দায়িত্ব নিতে হবে: লিটন দাস