রনির সেঞ্চুরিতে বড় লিডে ঢাকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৮ পিএম, ০২ অক্টোবর ২০১৮
রনির সেঞ্চুরিতে বড় লিডে ঢাকা

জাতীয় ক্রিকেট লিগের ২০তম আসরের দ্বিতীয় স্তরের ম্যাচে দ্বিতীয় ইনিংসে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ব্যাট হাত সেঞ্চুরি করেছেন ঢাকা বিভাগের ওপেনার রনি তালুকদার। তার অপরাজিত ১০০ ও আরেক ওপেনার আব্দুল মজিদের অপরাজিত ৬৬ রানের সুবাদে দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে ১৭৬ রান করেছে ঢাকা বিভাগ। ফলে ১০ উইকেট হাতে নিয়ে ২৭২ রানে এগিয়ে ঢাকা বিভাগ। প্রথম ইনিংসে ঢাকা বিভাগ ২৩৮ ও চট্টগ্রাম বিভাগ ১৪২ রানে অলআউট হয়েছে।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথম দিন টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় চট্টগ্রাম বিভাগ। তাইবুর রহমানের ৬৩ ও রনি তালুকদারের ৫৯ রানের কল্যাণে ২৩৮ রানের সংগ্রহ পায় ঢাকা। প্রথম দিন শেষে ব্যাট হাতে নেমে ২ উইকেটে ২৫ রান তুলেছিল চট্টগ্রাম বিভাগ। তবে দ্বিতীয় দিন নিজেদের সংগ্রহটা বড় করতে পারেনি চট্টগ্রাম। ঢাকা বিভাগের নিয়ন্ত্রিত বোলিং-এ ১৪২ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম। ফলে প্রথম ইনিংস থেকে ৯৬ রানের লিড পায় ঢাকা বিভাগ।

এ লিডকে দিন শেষে আরও বড় করেছে ঢাকা বিভাগ। দুই ওপেনারের ব্যাটিং নৈপুণ্যে বড় লিড নিয়েছে তারা। রনি ১১০ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় ১০০ রানে অপরাজিত আছেন। তার সঙ্গী মাজিদের সংগ্রহ ৬৬ রান। তার ১৫০ বলের ইনিংসে ৮টি চার ও ১টি ছক্কা ছিল।

দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থায় ঢাকা মেট্রো। প্রথম ইনিংসে ৪২৬ রান সংগ্রহ করে ঢাকা মেট্রো। এরপর বল হাতে নিয়ে সিলেটকে চাপে ফেলে দিয়েছে ঢাকা মেট্রোর বোলাররা। ১৩২ রানের সিলেটের ৬ উইকেট তুলে নিয়েছে ঢাকা মেট্রো। ফলে ৪ উইকেট হাতে নিয়ে ২৯৪ রানে পিছিয়ে সিলেট।

ওপেনার সাদমান ইসলামের ১৫৭ রানের কল্যাণে প্রথম দিন শেষে ৪ উইকেটে ৩৩২ রান তুলেছিল ঢাকা মেট্রো। দ্বিতীয় মোহাম্মদ আশরাফুলের হাফ-সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪২৬ রান সংগ্রহ দাঁড় করায় ঢাকা মেট্রো। ৬টি চারে ১৬৪ বলে ৫৩ রান করেন আশরাফুল। সিলেট বিভাগের এনামুল হক ১৬৫ রানে ৬ উইকেট নেন।

ঢাকা মেট্রোর বড় সংগ্রহের জবাব দিতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সিলেট বিভাগ। ঢাকা মেট্রোর দুই স্পিনার আরাফাত সানি ও আশরাফুলের বোলিং তোপে ৬ উইকেটে ১৩২ রান তুলতে পেরেছে সিলেট বিভাগ। সানি ৪টি ও আশরাফুল ২টি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোরকার্ড :
ঢাকা বিভাগ : ২৩৮ ও ১৭৬/০, ৪৩ ওভার (রনি ১০০*, মাজিদ ৬৬*)।
চট্টগ্রাম বিভাগ : ১৪২/১০, ৫৩.৪ ওভার (সাদিকুর ৩০, সাইদ ২৬, শাহাদাত ৪/৬২)।

ঢাকা মেট্রো : ৪২৬/১০, ১২২.৪ ওভার (সাদমান ১৫৭, আশরাফুল ৫৩, এনামুল ৬/১৬৫)।
সিলেট বিভাগ : ১৩২/৬, ৫৩ ওভার (এনামুল ৩৭*, শাহানুর ৩৪*, সানি ৪/৪৮)।


শেয়ার করুন :


আরও পড়ুন

হংকংকে হারিয়ে সেমিতে বাংলাদেশের যুবরা

হংকংকে হারিয়ে সেমিতে বাংলাদেশের যুবরা

বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত

বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত

আফগান লিগে তামিম-মুশফিক কবে কখন খেলবেন

আফগান লিগে তামিম-মুশফিক কবে কখন খেলবেন

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ নারীদের দল ঘোষণা

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ নারীদের দল ঘোষণা