টেস্টে দ্রুত ২৪তম শতরানে ব্র্যাডম্যানের পরেই কোহলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১১ পিএম, ০৫ অক্টোবর ২০১৮
টেস্টে দ্রুত ২৪তম শতরানে ব্র্যাডম্যানের পরেই কোহলি

টেস্ট ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ১২৩ ইনিংসে ২৪তম সেঞ্চুরিয়ান হলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ফলে ক্রিকেটের অবিসংবাদিত কিংবদন্তি ডন ব্র্যাডম্যানকে বাদ দিলে এতো কম ইনিংসে ২৪টি সেঞ্চুরির রেকর্ড আরও কারো নেই।

২৪টি সেঞ্চুরি করতে ব্র্যাডম্যান সময় নিয়েছিলেন মাত্র ৬৬ ইনিংস। রেকর্ডটা তারই দখলে। আর ১২৩ ইনিংসে ২৪তম সেঞ্চুরি করে ডনের ঠিক নিচেই বসলেন কোহলি। তালিকার তিন ও চার নম্বরে রয়েছে আরও দুই ভারতীয় ব্যাটসম্যান। তারা হলেন- সচিন টেনডুলকার (১২৫ ইনিংস) ও সুনীল গাওস্কার (১২৮ ইনিংস)।

শুক্রবার রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের আগে দেবেন্দ্র বিশুকে শর্ট ফাইন লেগ বাউন্ডারি মেরে শতরানে পৌঁছান ভারত অধিনায়ক। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে শতরানে তার সামনে শুধু সচিন টেনডুলকার (৫১), রাহুল দ্রাবিড় (৩৬) ও সুনীল গাওস্কার (৩৪) রয়েছেন। কোহালি এ তালিকায় চার নম্বরে।

পরিসংখ্যান অনুসারে, অধিনায়ক হিসেবে ২৪ টেস্টে কোহালির এটা ১৭তম শতরান। চলতি বছরে টেস্টে তার চার নম্বর শতরান। দক্ষিণ আফ্রিকায় একটি, ইংল্যান্ডে দুটি এবং রাজকোটে এলো একটি। চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেটে এটা অবশ্য তার সপ্তম শতরান।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোহালির এটা দ্বিতীয় টেস্ট শতরান। ঘরের মাঠে ১১তম এবং চার নম্বরে নেমে ২০তম শতরান। প্রথম ইনিংসে ১৯তম শতরান। এ নিয়ে বিশ্বের ২০ মাঠে শতরান করলেন কোহলি। যার মধ্যে অর্ধেক ভেন্যু ভারতে। আর প্রথম শ্রেণির ক্রিকেটে এটা তার ৩১তম শতরান।


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ফ্যাক্টবক্স

ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ফ্যাক্টবক্স

অভিষেকেই সেঞ্চুরিতে রেকর্ড বইয়ে পৃথ্বী শ

অভিষেকেই সেঞ্চুরিতে রেকর্ড বইয়ে পৃথ্বী শ

ভারতের প্রধান লক্ষ্য পয়েন্টে

ভারতের প্রধান লক্ষ্য পয়েন্টে

নতুন রেকর্ড গড়তে ৩৮ রান দূরে বিরাট

নতুন রেকর্ড গড়তে ৩৮ রান দূরে বিরাট