শঙ্কা নেই, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে খেলবেন মোস্তাফিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০০ পিএম, ৩০ অক্টোবর ২০১৮
শঙ্কা নেই, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে খেলবেন মোস্তাফিজ

ছবি : বিসিবি

মাশরাফির নেতৃত্বে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পর জিম্বাবুয়ের বিপক্ষে এবার শুরু হচ্ছে লাল বলের টেস্ট সিরিজ। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামী ৩ নভেম্বর।

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরিতে থাকায় বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ। এদিকে প্রথম টেস্টের আগে বাংলাদেশের বা-হাতি পেসার মোস্তাফিজুর রহমানের চোট নিয়ে কিছুটা শঙ্কা জেগেছিল। পুরোপুরি ফিট হয়ে টেস্টে খেলতে পারবেন কি না এ কাটার মাস্টার। তবে সে শঙ্কা কেটে গেছে।

বিসিবির ফিজিও জানিয়েছেন, শঙ্কা ছিল কিন্তু সেটি বিশ্রামের ফলে কেটে গেছে। জিম্বাবুয়ের বিপক্ষে তিনি খেলতেও পারবেন।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বোলিং করতে গিয়ে কনুইয়ে চোট পান মোস্তাফিজ। যদিও সেই চোট নিয়েই তিন ম্যাচেই খেলেছেন এ পেসার।

তবে টেস্ট ম্যাচ শুরুর আগে দলের অন্যান্য ক্রিকেটাররা যখন অনুশীলনে ব্যস্ত তখন মোস্তাফিজ ছিলেন বিশ্রামে। বর্তমানে ঢাকায় অবস্থান করলেও আগামীকালই (বুধবার) সিলেটের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

বিসিবির প্রধান ফিজিও দেবাশীষ চৌধুরী ক্রিকবাজকে জানান, ‘মোস্তাফিজের স্ক্যান রিপোর্টে তেমন সিরিয়াস কিছু ধরা পড়েনি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে তার খেলার ব্যাপারে আমরা আশাবাদী। আমরা তাকে কয়েকদিন বিশ্রামে রেখেছিলাম যাতে ব্যথাটা কমে যায়।’

এদিকে ইনজুরির কারণে জিম্বাবুয়ে সিরিজের শুরু থেকেই খেলছেন না টাইগার ওপেনার তামিম ইকবাল এবং অলরাউন্ডার ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। তাদের ছাড়াই ওয়ানডেতে জিম্বাবুয়েকে হোয়াটওয়াশ করেছে মাশরাফির দল।


শেয়ার করুন :


আরও পড়ুন

জিম্বাবুয়েকে চতুর্থবার হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

জিম্বাবুয়েকে চতুর্থবার হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

সেঞ্চুরি হাঁকিয়ে জবাব দিলেন সৌম্য

সেঞ্চুরি হাঁকিয়ে জবাব দিলেন সৌম্য

তামিমকে ছাড়িয়ে গেলেন ইমরুল

তামিমকে ছাড়িয়ে গেলেন ইমরুল

মাহমুদউল্লাহর জন্য মাশরাফির শুভ কামনা

মাহমুদউল্লাহর জন্য মাশরাফির শুভ কামনা