সিলেটে কার হাতে বাজবে এ ঐতিহ্যবাহী ঘণ্টা?

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৩ পিএম, ০২ নভেম্বর ২০১৮
সিলেটে কার হাতে বাজবে এ ঐতিহ্যবাহী ঘণ্টা?

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বসানো হয়েছে ‌‘দ্য ফাইভ মিনিট বেল’

প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে কোন টেস্টে ব্যবহৃত হবে ‘দ্য ফাইভ মিনিট বেল’। শনিবার (৩ নভেম্বর) থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ের সিরিজের প্রথম টেস্টে শুরু হবে ঘণ্টা বাজিয়ে।

ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে ও কলকাতার ইডেন গার্ডেন্সে টেস্ট শুরুর আগে বাজানো হয় ঘণ্টা। ওই ঘণ্টার মাধ্যমেই শুরু হয় টেস্ট ম্যাচ। তাই এর নাম দেয়া হয়েছে ‘দ্য ফাইভ মিনিট বেল’। ঠিক তেমনি সিলেটের অভিষেক টেস্টেটি শুরু হবে ঘণ্টা বাজিয়ে।

২০০৭ সালে সর্বপ্রথম ক্রিকেটের তীর্থস্থান লর্ডসে শুরু হয় বেল বাজিয়ে টেস্ট শুরুর ঐতিহ্য। ‘দ্য ফাইভ মিনিট বেল’ নামে পরিচিত এ বেল প্রতিদিন খেলা শুরুর পাঁচ মিনিট আগে বাজানো হয়।

লর্ডসের অনুকরণে ২০১৬ সাল থেকে কলকাতার ইডেন গার্ডেনসেও ঘণ্টা বাজিয়ে টেস্ট শুরুর রীতি চালু হয়। যেটির মূল উদ্যোক্তা ছিলে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। প্রথম দিন বাজিয়ে ইডেনের ঘণ্টার উদ্বোধন করেছিলেন ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব।

সিলেটে তো প্রথম বটেই বাংলাদেশে শুরু হওয়া এ ঘণ্টা বাজানোর সম্মান পাচ্ছেন সাবেক অধিনায়ক আকরাম খান। বিসিবি পরিচালক শফিউল আলম নাদেল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সিলেটের অভিষেক রাঙ্গিয়ে রাখতে ঘণ্টা বাজানোর এমন আর্কষণ ভালো লেগেছে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের।বলেন, ‘ঘণ্টাটা দেখে ভালো লাগছে। এ জিনিসটা আমরা লর্ডসে দেখি। এটা আমাদের এখানেই হচ্ছে, দেখে ভালো লাগছে।’

তার ভালো লাগার আরও একটি বিশেষ কারণও রয়েছে। বাংলাদেশের টেস্ট দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে তার কাঁধেই যে রয়েছে জিম্বাবুয়ে সিরিজের অধিনায়কত্বের দায়িত্ব। অর্থাৎ তার অধিনায়কত্বে যেমন সিলেটের স্টেডিয়াম টেস্ট অভিষেক হচ্ছে তেমনি এ ঐতিহ্যবাহী ঘণ্টাও বেজে উঠছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্টের অষ্টম ভেন্যু হিসেবে প্রস্তুত সিলেট

টেস্টের অষ্টম ভেন্যু হিসেবে প্রস্তুত সিলেট

সেরা একাদশ নিয়েই মাঠে নামতে চান মাহমুদউল্লাহ

সেরা একাদশ নিয়েই মাঠে নামতে চান মাহমুদউল্লাহ

মাহমুদউল্লাহর জন্য মাশরাফির শুভ কামনা

মাহমুদউল্লাহর জন্য মাশরাফির শুভ কামনা

শঙ্কা নেই, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে খেলবেন মোস্তাফিজ

শঙ্কা নেই, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে খেলবেন মোস্তাফিজ