লাথামের বিশ্ব রেকর্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩০ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮
লাথামের বিশ্ব রেকর্ড

ওয়েলিংটন টেস্টে শ্রীলংকার বিপক্ষে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ওপেনার হিসেবে খেলতে নেমে অপরাজিত ২৬৪ রান করেন টম লাথাম। ফলে ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট করে অপরাজিত থেকে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়েছেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান।

এতোদিন এই রেকর্ডের মালিক ছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক। ২০১৭ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে ওপেনার হিসেবে খেলতে নেমে ইনিংস শেষে ২৪৪ রান নিয়ে অপরাজিত থাকেন কুক। তবে কুককে সরিয়ে এবার এই বিশ্ব রেকর্ডের মালিক হলেন লাথাম।

তবে নিউজিল্যান্ডের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত অপরাজিত ইনিংস খেলেন লাথাম। নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে এটি তৃতীয় ঘটনা। আগের দু’বারই করেছেন গ্লেন টার্নার। টার্নারের আগের দু’টি ইনিংস ছিলো ৪৩ ও ২২৩।

১৯৬৯ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমটি এবং ১৯৭২ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসটি খেলেন টার্নার।


শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়াকে ৩২৬ রানে গুটিয়ে দেয়ার পর কোহলি-রাহানের লড়াই

অস্ট্রেলিয়াকে ৩২৬ রানে গুটিয়ে দেয়ার পর কোহলি-রাহানের লড়াই

নিজ দেশে অস্ট্রেলিয়াকে হারিয়ে কোহলিদের রেকর্ড

নিজ দেশে অস্ট্রেলিয়াকে হারিয়ে কোহলিদের রেকর্ড

নিউজিল্যান্ডের বোলিং তোপে পাকিস্তানের জয় হাত ছাড়া

নিউজিল্যান্ডের বোলিং তোপে পাকিস্তানের জয় হাত ছাড়া

বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম ফলোঅনের স্বাদ

বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম ফলোঅনের স্বাদ