ভারতের বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৮ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮
ভারতের বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া

ভারতের বিপক্ষে পার্থ টেস্টে জয়ের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া। সিরিজে সমতা আনতে অস্ট্রেলিয়ার দরকার ৫ উইকেট।

অস্ট্রেলিয়ার ছুড়ে দেয়া ২৮৭ রানের টার্গেটে নিজেদের দ্বিতীয় ইনিংসে দিন শেষে ৫ উইকেটে ১১২ রান করেছে ভারত। তাই ম্যাচের শেষ দিনে জয়ের জন্য আরও ১৭৫ রান করতে হবে টিম ইন্ডিয়াকে।

তবে রেকর্ড ভারতের পক্ষে কথা বলছে না। গেল পাঁচ বছরে চতুর্থ ইনিংসে দুইশর বেশি রান তাড়া করে কোন ম্যাচই জিততে পারেনি ভারত। গেল পাঁচ বছরে ১২টি টেস্টে দুইশর বেশির রানের টার্গেট পেয়েছে টিম ইন্ডিয়া। এরমধ্যে আটটিতে হেরেছে তারা। চারটি টেস্ট ড্র করেছে। আর চলতি বছর এমন পরিস্থিতিতে তিন বার পড়েছে ভারত। তিনটি ম্যাচই হেরেছে টিম ইন্ডিয়া।

জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের শুরুটা ভালো হয়নি। প্রথম ওভারে লোকেশ রাহুলকে বোল্ড করে ফেরান মিচেল স্টার্ক। চেতেশ্বর পুজারাকে বেশিক্ষণ টিকতে দেননি জশ হেইজেলউড।

প্রথম ইনিংসে শূন্য রানে ফেরা মুরালি বিজয় খেলছিলেন আস্থার সঙ্গে। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান বিরাট কোহলির সঙ্গে এগিয়ে নিচ্ছিলেন দলকে। থিতু হয়ে যাওয়া দুই ব্যাটসম্যানকে পরপর দুই ওভারে ফেরান অফ স্পিনার ন্যাথান লায়ন।

২০ রান করে বোল্ড হন বিজয়। ১৭ রান করে স্লিপে খাওয়াজার হাতে ধরা পড়েন কোহলি। ৫৫ রানে চার উইকেট হারানো ভারত আর কোনো ক্ষতি ছাড়া দিন কাটিয়ে দেওয়ার আশা জাগিয়েছিল অজিঙ্কা রাহানে-বিহারির ব্যাটে।

পেসার হেইজেলউডের বলে পয়েন্টে ট্র্যাভিস হেডের দুর্দান্ত এক ক্যাচে ফিরেন রাহানে। ভাঙে ৪৩ রানের জুটি। দিনের বাকি সময়টা নিরাপদে কাটিয়ে দেন বিহারি ও পান্ত।

 

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩২৬

ভারত ১ম ইনিংস: ২৮৩

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (আগের দিন শেষে ১৩২/৪) ৯৩.২ ওভারে ২৪৩ (ফিঞ্চ ২৫, খাওয়াজা ৭২, পেইন ৩৭, কামিন্স ১, স্টার্ক ১৪, লায়ন ৫, হেইজেলউড ১৭*; ইশান্ত ১/৪৫, বুমরাহ ৩/৩৯, শামি ৬/৫৬, উমেশ ০/৬১, বিহারি ০/৩১)

ভারত ২য় ইনিংস: (লক্ষ্য ২৮৭) ৪১ ওভারে ১১২/৫ (রাহুল ০, বিজয় ২০, পুজারা ৪, কোহলি ১৭, রাহানে ৩০, বিহারি ২৪*, পান্ত ৯*; স্টার্ক ১/২৮, হেইজেলউড ২/২৪, কামিন্স ০/২৪, লায়ন ২/৩০)


শেয়ার করুন :


আরও পড়ুন

লাথামের বিশ্ব রেকর্ড

লাথামের বিশ্ব রেকর্ড

অস্ট্রেলিয়াকে ৩২৬ রানে গুটিয়ে দেয়ার পর কোহলি-রাহানের লড়াই

অস্ট্রেলিয়াকে ৩২৬ রানে গুটিয়ে দেয়ার পর কোহলি-রাহানের লড়াই

নিজ দেশে অস্ট্রেলিয়াকে হারিয়ে কোহলিদের রেকর্ড

নিজ দেশে অস্ট্রেলিয়াকে হারিয়ে কোহলিদের রেকর্ড

নিউজিল্যান্ডের বোলিং তোপে পাকিস্তানের জয় হাত ছাড়া

নিউজিল্যান্ডের বোলিং তোপে পাকিস্তানের জয় হাত ছাড়া