বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে সিরিজে সমতা আনলো অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৭ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮
বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে সিরিজে সমতা আনলো অস্ট্রেলিয়া

বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ভারতের বিপক্ষে পার্থ টেস্ট ১৪৬ রানের ব্যবধানে জিতলো স্বাগতিক অস্ট্রেলিয়া। এই জয়ে চার ম্যাচ সিরিজে ১-১ সমতা আনলো অজিরা।

পার্থ টেস্ট জিততে ম্যাচের পঞ্চম ও শেষ দিনে ভারতের প্রয়োজন ছিলো ১৭৫ রান, হাতে ছিলো ৫ উইকেট। এমন সমীকরণ নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেন দুই অপরাজিত ব্যাটসম্যান হনুমা বিহারি ও উইকেটরক্ষক পান্থ। বিহারি ২৪ ও পান্থ ৯ রানে অপরাজিত ছিলেন।
দিনের শুরুটা দেখেশুনেই করেছিনে বিহারি ও পান্থ। তবে দিনের ষষ্ঠ ওভারে অস্ট্রেলিয়াকে সাফল্যের মুখ দেখান অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক। ২৮ রান করা বিহারিকে শিকার করেন তিনি।
বিহারির পর ৩০ রান করা পান্থকে বিদায় করেন স্পিনার নাথান লিঁও। স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে শেষ দুঃখজন বিহারি ও পান্থকে হারিয়ে ম্যাচ হারের পথ দেখে ফেলে ভারত।
দলীয় ১৩৭ রানে পান্থের বিদায়ের পর ভারতের বাকী তিন উইকেটের পতন ঘটাতে মোটেও সময়ক্ষেপন করেনি অস্ট্রেলিয়া। ভারতের তিন শেষ ব্যাটসম্যানকে শিকার করেন স্টার্ক ও কামিন্স।

উমেশকে ২ রানে স্টার্ক এবং ইশান্ত-বুমরাহকে শিকার করেন কামিন্স। দ্বিতীয় ইনিংসে শেষ পর্যন্ত ১৪০ রানে অলআউট হয় ভারত। অস্ট্রেলিয়ার স্টার্ক-লিঁও ৩টি করে এবং হ্যাজেলউড-কামিন্স ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার লিঁও। পুরো ম্যাচে বল হাতে ৮ উইকেট নিয়েছেন তিনি।

এর আগে অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্ট ৩১ রানে জিতেছিলো ভারত। আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও বক্সিং-ডে টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ৩২৬/১০, ১০৮.৩ ওভার (হ্যারিস ৭০, হেড ৫৮, ফিঞ্চ ৫০, ইশান্ত ৪/৪১)।
ভারত প্রথম ইনিংস : ২৮৩/১০, ১০৫.৫ ওভার (কোহলি ১২৩, রাহানে ৫১, লিঁও ৫/৬৭)।
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস : ২৪৩/১০, ৯৩.২ ওভার (খাজা ৭২, পাইন ৩৭, সামি ৬/৫৬)।
ভারত দ্বিতীয় ইনিংস : ১৪০/১০, ৫৬ ওভার (রাহনে ৩০, পান্থ ৩০, লিঁও ৩/৩৯)।
ফল : অস্ট্রেলিয়া ১৪৬ রানে জয়ী।
ম্যাচ সেরা : নাথান লিঁও (অস্ট্রেলিয়া)।
সিরিজ : চার ম্যাচের সিরিজে ১-১ সমতা।


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতের বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া

ভারতের বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া

লাথামের বিশ্ব রেকর্ড

লাথামের বিশ্ব রেকর্ড

নিজ দেশে অস্ট্রেলিয়াকে হারিয়ে কোহলিদের রেকর্ড

নিজ দেশে অস্ট্রেলিয়াকে হারিয়ে কোহলিদের রেকর্ড

বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম ফলোঅনের স্বাদ

বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম ফলোঅনের স্বাদ