নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টি বাঁচাল শ্রীলঙ্কাকে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০০ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮
নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টি বাঁচাল শ্রীলঙ্কাকে

ছবি: ক্রিকইনফো

কোনো উইকেট না হারিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টের চতুর্থ দিন কাটিয়ে দেয় শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথুজ  তুলে নেন সেঞ্চুরি।

দ্বিতীয় ইনিংসে দেশের সর্বোচ্চ রানের জুটিতে বাঁচিয়ে রাখেন শ্রীলঙ্কার আশা। তবুও জয়ের সুবাসই পাচ্ছিল নিউজিল্যান্ড। কেননা দুই ইনিংস মিলিয়েও স্বাগতিক নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের রান করতে পারেনি সফরকারীরা। তবে শেষ পর্যন্ত বৃষ্টিতেই মান বেঁচেছে শ্রীলঙ্কা। পঞ্চমদিনে এসে ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্ট ড্র হয়। 

নিউজিল্যান্ডের বিপক্ষে এই ড্র অবশ্য লঙ্কানদের জন্য জয়েরই সমান। প্রথম ইনিংসে তারা মাত্র ২৮২ রানে গুটিয়ে যায়। জবাবে টম ল্যাথামের রেকর্ড ২৬৪ রানে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৫৭৮। এতে প্রথম ইনিংসেই ২৯৬ রানে পিছিয়ে পড়ে শ্রীলঙ্কা।

দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসের থেকেও খারাপ অবস্থা হয় সফরকারীদের। মাত্র ১৩ রানেই হারিয়ে বসে ৩ উইকেট। সে অবস্থায় হার ছাড়া কিছুই ভাবা যাচ্ছিলো না লঙ্কানদের জন্য। তবে তৃতীয় দিনের শেষের দিকে ও চতুর্থ দিনের পুরোটা সময় ম্যাথুজ আর মেন্ডিসের ব্যাটিং সব হিসেব উল্টে দেওয়ার অবস্থায় নিয়ে যাচ্ছিল দলকে।

অসম্ভবকে আসলে সম্ভব করার পথে হাটলেন তারা। নিশ্চিত হারের মুখে দাঁড়িয়ে থাকা দলকে একটু একটু করে ম্যাচে ফেরানোর চেষ্টা করলেন এই দুই ব্যাটসম্যান। পঞ্চম দিনে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত চতুর্থ উইকেটে তারা গড়েন ২৭৪ রানের অবিচ্ছিন্ন  জুটি। তাই এই ড্র তাদের জন্য জয়ের সমানই বলা যায়।

বৃষ্টির কারণে পঞ্চম দিনের খেলা হয়েছে মাত্র ১৩ ওভার। লঙ্কানদের স্কোরে যোগ হয় মাত্র ২৪ রান। আগের দিনের আত্মবিশ্বাসী দুই ব্যাটসম্যানকে এদিন তেমন স্বতঃস্ফূর্ত দেখা যায়নি। কিছুটা নড়বড়ে দেখা গেছে।

ম্যাচ ড্র ঘোষণার আগে ৩৩৫ বলে ১৬ বাউন্ডারিতে ১৪১ রানে মেন্ডিস ও ৩২৩ বলে ১১ চারে ১২০ রানে অপরাজিত থাকেন ম্যাথিউস।

দ্বিতীয় ইনিংসে কিউইদের হয়ে দুই উইকেট পান টিম সাউদি। একটি নেন ট্রেন্ট বোল্ট।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৮২

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৫৭৮

শ্রীলঙ্কা ২য় ইনিংস: (আগের দিন শেষে ২৫৯/৩) ১১৫ ওভারে ২৮৭/৩ (মেন্ডিস ১৪১*, ম্যাথিউস ১২০*; সাউদি ২/৫২, বোল্ট ১/৬২, ওয়েগনার ০/১০০, ডি গ্র্যান্ডহোম ০/২৪, প্যাটেল ০/৪৬, রাভাল ০/১)

ফল: ড্র

ম্যান অব দা ম্যাচ: টম ল্যাথাম


শেয়ার করুন :


আরও পড়ুন

শেষ দু’টেস্টে অপরিবর্তিত অস্ট্রেলিয়া দল

শেষ দু’টেস্টে অপরিবর্তিত অস্ট্রেলিয়া দল

বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে সিরিজে সমতা আনলো অস্ট্রেলিয়া

বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে সিরিজে সমতা আনলো অস্ট্রেলিয়া

নিজ দেশে অস্ট্রেলিয়াকে হারিয়ে কোহলিদের রেকর্ড

নিজ দেশে অস্ট্রেলিয়াকে হারিয়ে কোহলিদের রেকর্ড

টেস্ট ইতিহাসে বাংলাদেশের রেকর্ড

টেস্ট ইতিহাসে বাংলাদেশের রেকর্ড