প্রথম টেস্টে মুশফিকের খেলা এখনও অনিশ্চিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৫ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯
প্রথম টেস্টে মুশফিকের খেলা এখনও অনিশ্চিত

ফাইল ছবি

ইনজুরি পিছু ছাড়ছে না বাংলাদেশের। বিশ্বকাপে আগে একের পর এক ইনজুরি ভাবাচ্ছে টাইগার টিম ম্যানেজমেন্টের। আঙুলের চোটের কারণে খেলতে পারছেন না সাকিব আল হাসান। এবার পাঁজরের চোট নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে খেললেও মুশফিকুর রহিমের প্রথম টেস্টে খেলা এখনও অনিশ্চিত।

নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে দেখা যায়নি মুশফিককে। জানা গেছে, প্রথম টেস্টে মুশফিকের খেলা এখনো নিশ্চত নয়।  এছাড়া আঙুলের চিকিৎসার জন্য টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। প্রথম টেস্টে থাকেও দেখা যাবে না। ফলে একটু বিপকেই রয়েছে বাংলাদেশ।

মুশফিকের ইনজুরি নিয়ে বাংলাদেশ কোচ স্টিভ রোডস বলেছেন, ‘মুশফিকের কিছু সমস্যা রয়ে গেছে। বিশেষ করে কব্জির জায়গায়। বুড়ো আঙুলের উপরের দিকে সমস্যাটা বেশি। ভালো থাকতে হলে এ জায়গা বেশি নাড়ানো যাবে না।’

কব্জির এই চোট সারাতে বর্তমানে সুরক্ষা দিয়ে রাখা হয়েছে মুশফিকের কব্জিতে। যা থাকবে তিনদিন। রোডস জানালেন এই তিনদিনেই বোঝা যাবে চোটের অবস্থা, ‘সেই স্থানে সুরক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। যাতে করে কোনও মুভমেন্ট তার না করতে হয়। তিনদিন এমনভাবে থাকবে, এরপরেই তা খুলে দেখা হবে ওর অবস্থা কী হয়।’

তিনি আরও বলেন, ‘তারপর ব্যথা কেমন সেটাও দেখা হবে। তাই এই মুহূর্তে ও খেলছে কিনা না বাদ পড়েছে তা বলতে পারছি না। তাই আমার জবাব আমি দুঃখিত, বলতে পারছি না এখনই।’

আগামী বৃহস্পতিবার হ্যামিল্টনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। পরের দুটি টেস্ট হবে ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে। আগামী ২৮ ফেব্রুয়ারি হ্যামিল্টনের সেডন পার্কে শুরু হবে প্রথম টেস্ট। ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে পরের দুই টেস্ট শুরু হবে যথাক্রমে ৮ ও ১৬ মার্চ।

এদিকে সাকিব-মুশফিক না খেললেও সিরিজের আগে একমাত্র টেস্ট প্রস্তুতিতে ভালো করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একদিনেই তুলে নিয়েছে ৪১১ রান। যেখানে বাংলাদেশের চার ব্যাটসম্যান তুলে নিয়েছে অর্ধশত। এর পরেও সাকিব-মুশফিক ছাড়া বাংলাদেশ বিদেশের মাটিতে কতটা ভালো করবে তা নিয়ে শঙ্কা রয়েই যায়।

বাংলাদেশ টেস্ট দল: 
মাহমুদউল্লাহ (সম্ভাব্য অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, লিটন দাস, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান ও ইবাদত হোসেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ৪০০ রান অতিক্রম

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ৪০০ রান অতিক্রম

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের টেস্ট দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের টেস্ট দল ঘোষণা

টেস্ট একাদশে থাকতে পারেন সৌম্য

টেস্ট একাদশে থাকতে পারেন সৌম্য

দেশে ফিরছেন মাশরাফিরা

দেশে ফিরছেন মাশরাফিরা