টেস্টেও অসাধারণ হতে চান জেসন রয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫১ পিএম, ২৩ জুলাই ২০১৯
টেস্টেও অসাধারণ হতে চান জেসন রয়

ফাইল ছবি

ওয়ানডে ক্রিকেটার হিসেবেই বেশি পরিচিত ইংল্যান্ডের ব্যাটসম্যান জেসন রয়। সদ্য সমাপ্ত বিশ্বকাপে ব্যাট হাতে নিজের কারিশমা দেখানোর স্বীকৃতি হিসেবে প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন এ তারকা ব্যাটসম্যান। এখন ওয়ানডের মত টেস্টেও নিজের সামথ্যের প্রমাণ দিতে চান তিনি।

বুধবার (২৪ জুলাই) লর্ডসে আয়ারর‌্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক হতে যাচ্ছে রয়ের। আর এক্ষেত্রে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে অনুসরণ করার চেষ্টা করবেন ইংল্যান্ড ওপেনার রয়।

ধারাবাহিক পারফর্মেন্স দিয়ে ওয়ার্নার দেখিয়ে দিয়েছেন সাদা বলে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত হবার পর টেস্ট ক্যারিয়ারে কিভাবে সফল হতে হয়। ২৯ বছর বয়সি রয়ের কাউন্টি চ্যাম্পিয়ন সারের হয়ে খেলা ছাড়া লাল বলে খেলার কোন পূর্ব অভিজ্ঞতা নেই।

ইংল্যান্ডের হয়ে সদ্য সমাপ্ত বিশ্বকাপ মিশনে ৪৪৩ রান সংগ্রহ করা এ ওপেনারকে আসন্ন অ্যাশেজ সিরিজের টেস্ট দলের জন্যও মনোনীত করা হয়েছে। সারে অধিনায়ক ও দীর্ঘদিনের স্কুল বন্ধু ররি বার্নসকে সতীর্থ হিসেবে পেয়ে টেস্ট অভিষেকে আরও বেশি অনুপ্রাণীত হয়েছেন রয়।

সোমবার বার্ন সাংবাদিকেদর বলেন, ‘জেসনের মত প্রকৃতিপদত্ত মেধাবী ব্যাটসম্যান খুঁজে পাওয়া ভার। শিশু বয়স থেকেই জেসন ব্যাটে বল লাগাতে পারতো, বলে আঘাত করতে পারতো যেমনটি অন্য শিশুরা পারতো না। আমরা দেখেছি সে কতটা অসাধারণ খেলোয়াড়। আশা করি সে এটি ধরে রেখে সাদা বলের মত দক্ষতা লাল বলেও দেখাতে পারবে।’

তিনি আরও বলেন, ১০ বছর বয়স থেকেই আমি জেসনকে চিনি। তাই টেস্ট দলেও তাকে পেয়ে আমি কিছুটা নির্ভার।

২০১২ সালে এন্ড্রু স্ট্রস অবসর গ্রহণের পর অ্যালিস্টার কুকের সঙ্গে ১২ জন ওপোনিং পার্টনার পেয়েছে ইংল্যান্ড। গত বছর সারের সদর দপ্তর ওভালে ভারতের বিপক্ষে শতক করার পর অবসরে যান কুক।

অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়ক অ্যারন ফিঞ্চও দেখেছেন রয় মারমুখী ব্যাট চালিয়ে ৮৫ রান সংগ্রহের মাধ্যমে কিভাবে বিশ্বকাপের সেমিফাইনালে চ্যাম্পিয়নদের হারাতে ইংল্যান্ডকে সহায়তা করেছেন। ফিঞ্চ বলেন, তিনি এমন একজন খেলোয়াড়, যিনি নিজের দিনে প্রতিপক্ষের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

জিম্বাবুয়ের ক্রান্তিকালে অবসরের ঘোষণা সলোমন মীরের

জিম্বাবুয়ের ক্রান্তিকালে অবসরের ঘোষণা সলোমন মীরের

পৃথক অধিনায়ক ও কোচ নিয়োগ দিতে পারে পিসিবি

পৃথক অধিনায়ক ও কোচ নিয়োগ দিতে পারে পিসিবি

ভারতের বিপক্ষে টি-২০ দলে নারিন-পোলার্ড, বাদ গেইল

ভারতের বিপক্ষে টি-২০ দলে নারিন-পোলার্ড, বাদ গেইল

শুক্রবার মালিঙ্গার শেষ ওয়ানডে

শুক্রবার মালিঙ্গার শেষ ওয়ানডে