হ্যাজলউডের তোপে ৬৭ রানে অলআউট ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ২৩ আগস্ট ২০১৯
হ্যাজলউডের তোপে ৬৭ রানে অলআউট ইংল্যান্ড

বিশ্বকাপের স্মৃতি এখনও জ্বলজ্বলে। চ্যাম্পিয়ন ইংল্যান্ডের নামও এখন মুখে মুখে। বিশ্বকাপ জেতার পর অ্যাশেজই তাদের প্রথম সিরিজ; যেটি আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেরও অংশ। আর সেই চ্যাম্পিয়নশিপে বড় লজ্জার মুখে পড়তে হলো একদিনের ক্রিকেটের বিশ্বকাপজয়ীদের।

হেডিংলিতে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনই ১৭৯ রানে অলআউট হয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে মহাবিপর্যয়ের মুখে পড়ে ৬৭ রানেই গুটিয়ে গেছে ইংল্যান্ড।

অসি পেসার জশ হ্যাজলউডের তোপে ২৭.৫ ওভারেই শেষ হয়েছে ইংলিশদের প্রথম ইনিংস। হ্যাজলউড মাত্র ৩০ রান দিয়ে তুলে নিয়েছেন ৫ উইকেট। বাকি ৫ উইকেটও পেসারদের, প্যাট কামিন্স ৩টি আর জেমস প্যাটিনসন নিয়েছেন ২টি উইকেট।

জস হ্যাজলউড, প্যাট কামিন্স আর জেমস প্যাটিনসনের ত্রিমুখী পেস আক্রমণে শুরু থেকেই রীতিমত দিশেহারা অবস্থা ছিল ইংলিশরদের। আউট হওয়া প্রথম ছয় ব্যাটসম্যানের মধ্যে মাত্র একজন (জো ডেনলি ৪৯ বলে ১২) ‘ডাবল ডিজিট’ ছুঁতে পেরেছেন।

ররি বার্নস (৯), জেসন রয় (৯), জো রুট (০), বেন স্টোকস (৮) কিংবা জনি বেয়ারস্টো (৪)-অসি পেসারদের সামনে দাঁড়িয়ে লড়াই করতে পারেননি কেউ। জো ডেনলি ১২ না করলে পুরো ফোন নম্বরই হয়ে যেতো ইংলিশদের ইনিংস। আগের পরের কেউই যে দুই অংক ছুঁতে পারেননি!

এরআগে বোলিংয়ে অস্ট্রেলিয়ার হ্যাজলউডের মতোই দাপট দেখান ইংল্যান্ডের জোফরা আর্চার। মূলত তার আগুন ঝড়ানো বোলিংয়েই ১৭৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। তবে সেই সফলতা আর ধরে রাখতে পারল কোথায় ইংল্যান্ড।

বৃষ্টিবিঘ্নিত সিরিজের তৃতীয় টেস্টে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় ইংল্যান্ড।


শেয়ার করুন :


আরও পড়ুন

১৭৯ রানেই অলআউট অস্ট্রেলিয়া

১৭৯ রানেই অলআউট অস্ট্রেলিয়া

শীর্ষ বাছাই বর্তমান চ্যাম্পিয়ন ওসাকা

শীর্ষ বাছাই বর্তমান চ্যাম্পিয়ন ওসাকা

পাকিস্তানে টেস্ট ম্যাচ নয়, বিকল্প ভাবছে শ্রীলঙ্কা

পাকিস্তানে টেস্ট ম্যাচ নয়, বিকল্প ভাবছে শ্রীলঙ্কা

আমিরের সিদ্ধান্ত পরিবর্তনে শোয়েব আখতারের অনুরোধ

আমিরের সিদ্ধান্ত পরিবর্তনে শোয়েব আখতারের অনুরোধ