টেস্টে সাকিবদের জার্সিতেও বসছে নাম-নম্বর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ২৪ আগস্ট ২০১৯
টেস্টে সাকিবদের জার্সিতেও বসছে নাম-নম্বর

১৪২ বছরের ইতিহাসে এই প্রথম টেস্টে ক্রিকেটারদের সাদা জার্সির পিছনে নাম ও নম্বর ব্যবহৃত হচ্ছে। আইসিসি গত বছরই অনুমতি দিয়েছে টেস্টে ক্রিকেটারদের জার্সির পিছনে নাম ও পছন্দের নম্বর ব্যবহার করার। অবশেষে চলতি অ্যাশেজ টেস্টে রীতি ভেঙে নাম ও নম্বরসহ নতুন জার্সিতে মাঠে নেমেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।

একই রীতিতে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচেও খেলোয়াড়দের জার্সিতে রয়েছে নাম ও নম্বর।

এছাড়া ১ আগস্ট থেকে অ্যাশেজ দিয়ে শুরু হয়েছে ৯টি টেস্ট খেলুড়ে দলের দুই বছরব্যাপী টেস্ট চ্যাম্পিয়নশিপ। দুই বছর ধরে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ; ২৭টি সিরিজে ৭১টি টেস্ট খেলবে তারা। হোম ও অ্যাওয়ে ভিত্তিতে খেলার পর শীর্ষ দুই দল ২০২১ সালের জুনে খেলবে চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

বাংলাদেশও রয়েছে এ চ্যাম্পিয়নশিপে। নভেম্বরে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হবে বাংলাদেশের। কিন্তু ভিন্ন আমেজের জার্সি পরে এর আগেই মাঠে নামবে বাংলাদেশ। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানালেন নিজেদের টেস্ট চ্যাম্পিয়নশিপের আগেই আফগানিস্তানের বিপক্ষে জার্সিতে নাম-নম্বর বসতে যাচ্ছে সাকিব আল হাসানদের সাদা পোশাকে।

শনিবার নতুন কোচ, অধিনায়ক ও নির্বাচকদের নিয়ে সভা শেষে বিভিন্ন প্রসঙ্গে কথা বলা শেষে বেরিয়ে যাওয়ার সময় আকরাম জানান, ‘হ্যাঁ টেস্টের জার্সিতে এবার ক্রিকেটারদের নাম ও নম্বর থাকছে।’


শেয়ার করুন :


আরও পড়ুন

বিরাট-আনুশকার সৈকত বিলাস

বিরাট-আনুশকার সৈকত বিলাস

বড় জয়ে সাফ শুরু বাংলাদেশের

বড় জয়ে সাফ শুরু বাংলাদেশের

হ্যাজলউডের তোপে ৬৭ রানে অলআউট ইংল্যান্ড

হ্যাজলউডের তোপে ৬৭ রানে অলআউট ইংল্যান্ড

বৃষ্টি বিঘ্নিত দিনে শ্রীলঙ্কাকে ধসিয়ে দিয়েছে বোল্ট-সাউদি

বৃষ্টি বিঘ্নিত দিনে শ্রীলঙ্কাকে ধসিয়ে দিয়েছে বোল্ট-সাউদি