দলকে চাঙ্গা করতে আবারও ফিরলেন স্টিভ ওয়াহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২১ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৯
দলকে চাঙ্গা করতে আবারও ফিরলেন স্টিভ ওয়াহ

অ্যাশেজের শেষ দুই ম্যাচে দলকে চাঙ্গা করতে আবারও দলের সাথে যোগ দিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ। হেডিংলিতে তৃতীয় টেস্টে হারের পর দলকে পুনরায় আত্মবিশ্বাসী করতে তুলতে স্টিভকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অ্যাশেজ শুরুর আগে দুই ম্যাচের জন্য অস্ট্রেলিয়ার দলের মেন্টর হিসেবে যোগ দিয়েছিলেন স্টিভ। প্রথম দুই টেস্টে দলের সাথেই ছিলেন তিনি। নিজের বিশাল অভিজ্ঞতার ভান্ডার খেলোয়াড়দের সাথে শেয়ার করেছেন এবং তাদের সাহস যুগিয়েছেন স্টিভ। কিন্তু দুই টেস্ট শেষে দল ত্যাগ করেন তিনি। এবার তাকে আবারও ফিরিয়ে আনা হলো।

তিন ম্যাচ শেষে অ্যাশেজে এখন ১-১ সমতা বিরাজ করছে। বাকি দুই টেস্টে একটি জয় পেলেই ২০০১ সালের পর ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ ধরে রাখতে সক্ষম হবে অস্ট্রেলিয়া। ২০০১ সালে সর্বশেষ এ স্টিভের নেতৃত্বেই ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ জিতেছিল অসিরা।

স্টিভের ব্যাপারে অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, ‘তৃতীয় টেস্টে আমরা তাকে দলে থাকতে বলেছিলাম। কিন্তু একটি কাজে তাকে ফিরে যেতে হয়েছিল। কিন্তু কাজ শেষে পরের দিনই ফিরে এসেছেন। মেন্টরের দায়িত্বটা বেশ উপভোগ করেছেন, যেন ক্রিসমানের শিশুর মত।’

নিজের প্রথম বছরের কোচিংয়ে বেশ কিছু পরীক্ষা চালিয়েছেন ল্যাঙ্গার। দ্বাদশ ওয়ানডে বিশ্বকাপে সাবেক অধিনায়ক রিকি পন্টিকে তার সহকারী হিসেবে রেখেছিলেন তিনি। এখন দলের স্টাফদের একটি অংশ হিসেবে স্টিভকে রেখেছেন ল্যাঙ্গার।

অসি কোচ বলেন, ‘স্টিভ-পন্টিংরা শুধুমাত্র গ্রুপের অংশ নয়, একই তারা বড় মনোবিজ্ঞানী। তারা একসাথে এর আগেও ছিল, সবকিছু দেখেছে। তারা ধরনেরই। আমরা অস্ট্রেলিয়ার ক্রিকেটের উন্নতির কথা বলেছি। তাই আমাদের ছেলেরা এ ধরনের ক্ষমতাসম্পন্ন মানুষদের কাছ থেকে অল্প সময়ের মধ্যে শিখবে এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

তৃতীয় টেস্টে মাত্র ১ উইকেটে হার ক্ষত-বিক্ষত করেছে অস্ট্রেলিয়াকে। এমন হারের পর অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানান ল্যাঙ্গার, ‘ওই ম্যাচের পর আমি অসুস্থ হয়ে পড়েছিলাম এবং রুমে ফিরে যাই। সম্ভবত অনেক অস্ট্রেলিয়ান সেটি অনুভব করেছে। এমন সুযোগ হাতছাড়া করা যায় না। এমন হার থেকে আমরা শিখতে চাই।’


শেয়ার করুন :


আরও পড়ুন

অ্যাশেজে জয়ে শুরু অস্ট্রেলিয়ার

অ্যাশেজে জয়ে শুরু অস্ট্রেলিয়ার

টেস্টে ফেরাটা রাজকীয় করলেন স্মিথ

টেস্টে ফেরাটা রাজকীয় করলেন স্মিথ

স্মিথ-লাবুশেনকে নিয়ে মধুর সমস্যায় অস্ট্রেলিয়া

স্মিথ-লাবুশেনকে নিয়ে মধুর সমস্যায় অস্ট্রেলিয়া

ফিরছেন স্মিথ, শিরোপা পুনরুদ্ধারের আশা পাইনের

ফিরছেন স্মিথ, শিরোপা পুনরুদ্ধারের আশা পাইনের