ক্রিকেটে ‘করোনা বদলি’র নিয়ম চায় ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪০ এএম, ৩১ মে ২০২০
ক্রিকেটে ‘করোনা বদলি’র নিয়ম চায় ইংল্যান্ড

সময়ের সাথে সাথে ক্রিকেটের নিয়মে অনেক পরির্বতন এসেছে। তবে করোনাভাইরাসের কারণে নিয়ম পরিবর্তন বা নতুন নতুন নিয়মের দাবি বেশ জড়ালোভাবেই উঠছে। তারই ধারাবাহিকতায় এবার করোনার মাঝে ক্রিকেটার বদলের নিয়ম চালুর ব্যাপারে ভাবছে ইংল্যান্ড। এ লক্ষ্যে আইসিসির কাছে নিজেদের ইচ্ছার কথা জানিয়েছে তারা।

করোনা পরিস্থিতির মাঝেই জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। ওই দুই সিরিজেই এ নতুন নিয়ম চাচ্ছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

বর্তমানে খেলার মাঠে কোনো ক্রিকেটারের আঘাত পেলে সেক্ষেত্রে কনকাশন সাব ব্যবহার করা হয়। সর্বশেষ প্রাণঘাতি ভাইরাস থেকে রক্ষা পেতে বলে লালা ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে আইসিসি। এর মধ্যে ইংল্যান্ড নতুন দাবি জানিয়ে বসলো। করোনা বদলি চাওয়ার মূল কারণ প্রাণঘাতি করোনাভাইরাস।

প্রাণঘাতি এ ভাইরাসের কারণে বর্তমানে বিশ্বজুড়ে ক্রিকেটসহ সকল খেলা বন্ধ রয়েছে। তবে মাঠে খেলা ফিরলে এ ভাইরাসে ক্রিকেটাররা যেন আক্রান্ত না হয় সে জন্যই ‌‘করোনা বদলি’র কথা ভাবছে ইসিবি।

ইসিবি ডিরেক্টর স্টিভ এলওর্থির বরাত দিয়ে বিবিসির এক সংবাদে জানানো হয়েছে, আইসিসির কাছে সিরিজের মাঝখানে কোনো খেলোয়াড় করোনায় আক্রান্ত হলে তার বদলি খেলোয়াড় নামানোর অনুমতি চেয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে কিভাবে খেলোয়াড় বদলি হবে, কখন খেলোয়াড়দের করোনা টেস্ট করা হবে সে বিষয়ে পরিষ্কার ধারণা দেয়নি তারা।

এদিকে করোনার পরবর্তী সময়ে মাঠে ক্রিকেট ফেরানোর তাগিদে প্রস্তাবিত ইংল্যান্ড সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজকে অনুমতি দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। চলমান এ সঙ্কট থেকে বাঁচতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড কীভাবে পরিচালিত হবে তার একটি খসড়াও করেছে তারা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ডের ৫৫ জনের অনুশীলন দলে নেই হেলস-প্লাঙ্কেট

ইংল্যান্ডের ৫৫ জনের অনুশীলন দলে নেই হেলস-প্লাঙ্কেট

সুর পাল্টালেন স্টোকস

সুর পাল্টালেন স্টোকস

ক্রিকইনফোর ড্রিম টিমে সাকিব

ক্রিকইনফোর ড্রিম টিমে সাকিব

ইংল্যান্ড সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, বোর্ডের অনুমতি

ইংল্যান্ড সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, বোর্ডের অনুমতি