সাকিব-রিয়াদদের জন্য কোটি টাকা পুরস্কার ঘোষণা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৮ পিএম, ১৭ মার্চ ২০১৮
সাকিব-রিয়াদদের জন্য কোটি টাকা পুরস্কার ঘোষণা

স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ দল। টাইগারদের এমন জয়ে কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার বোর্ডের পক্ষ থেকে এ পুরস্কারের ঘোষণা দেয়া হয়। আর ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিততে পারলে পুরস্কারের অংকটা আরও বাড়বে বলেও জানানো হয়েছে।

ম্যাচের শেষ ওভারে নো বলকে কেন্দ্র করে দুই দলের মধ্যে হালকা ধাক্কাধাক্কি ঘটে। এক পর্যায়ে বাইরে থেকে প্রতিবাদ করে ওঠেন সাকিব আল হাসান। মাহমুদউল্লাহ রিয়াদ এবং রুবেল হোসেনকে মাঠ ছেড়ে বেরিয়ে আসতে বলেন। ওই অবস্থায় মাহমুদউল্লাহ রিয়াদরা মাঠ ছেড়ে উঠে আসলে ওয়াকওভার পেয়ে যেত শ্রীলঙ্কা। সে ক্ষেত্রে বিদায় নিতে হতো বাংলাদেশ।

তবে শেষ মুহূর্তে টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন শান্ত করেন। রিয়াদকে মাঠ থেকে উঠে আসতে না দিয়ে খেলতে বলেন। এছাড়া মাঠের মধ্যেই আম্পায়ার এবং শ্রীলঙ্কান ক্রিকেটারদের সঙ্গে তর্ক করেন মাহমুদউল্লাহ নিজেও। শেষ পর্যন্ত তিন বলে ১২ রান নিয়ে বাংলাদেশকে জয় এনে দেন মাহমুদুল্লাহ।

এদিকে মাঠের বাইরে থেকে মাঠে থাকা ব্যাটসনম্যানদের চলে আসতে বলায় অধিনায়ক সাকিব আল হাসানকে ম্যাচ ফির ২৫ শতাংশ ও একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। ডিমেরিট পয়েন্ট পেয়েছেন একাদশের বাইরে থাকা নুরুল হাসানও। তিনি ম্যাচ শেষে শ্রীলঙ্কান খেলোয়াড়দের সাথে তর্কে জড়ান। যা খেলোয়াড়দের আচরণ ভঙের মধ্যে পড়েছে।

আগামী ১৮ মার্চ (সোমবার) ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচ খেলতে মাছে নামবে বাংলাদেশ।


শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

শ্রীলঙ্কায় বাংলাদেশের ড্রেসিং রুমে ‘ভাঙচুর’

শ্রীলঙ্কায় বাংলাদেশের ড্রেসিং রুমে ‘ভাঙচুর’

সাকিব-নুরুল হাসানকে জরিমানা

সাকিব-নুরুল হাসানকে জরিমানা

ভবিষ্যতে আরও সতর্ক থাকবো : সাকিব

ভবিষ্যতে আরও সতর্ক থাকবো : সাকিব