স্কটল্যান্ডকে ৯ উইকেটে হারালো বাংলাদেশের মেয়েরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০০ এএম, ০৬ জুলাই ২০১৮
স্কটল্যান্ডকে ৯ উইকেটে হারালো বাংলাদেশের মেয়েরা

বাংলাদেশ ক্রিকেটে যাদের নিয়ে বেশি আনন্দ উল্লাস উত্তেজনা, সেই টাইগাররা যখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে দেশের সর্বনিম্ন রানের রেকর্ড করেছেনঅ ঠিক সেই সময় স্কটল্যান্ডকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা।

মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার রটারডামে স্কটিশদের ৪৭ রানে গুটিয়ে দিয়ে বাংলাদেশ জিতেছে ১০ ওভারে।

টস জিতে ব্যাটিংয়ে নামা স্কটরল্যান্ড ভালোই শুরু করে। দশম ওভারে দলের রান ছিল ১ উইকেটে ৩৫। তবে সেখান থেকে ১২ রানের মধ্যে তারা হারায় ৯ উইকেট।

প্রস্তুতির জন্য বল হাতে নিয়েছেন এদিন স্কোয়াডের সব বোলারই। তবে সাত ও আট নম্বর বোলার হিসেবে আক্রমণে এসে স্কটিশদের ধসিয়ে দিয়েছেন দুই লগ স্পিনার ফাহিমা খাতুন ও রুমানা আহমেদ। ৩ ওভারে ১ রানে ৩ উইকেট নিয়েছেন ফাহিমা। ৪ ওভারে ৮ রানে ২টি রুমানা।

রান তাড়ায় বাংলাদেশ শূন্য রানেই হারায় শামিমা সুলতানাকে। তবে আয়েশা রহমান ও শারমিন সুলতানা জুটিই জিতিয়ে দেয় দলকে। ২০ বলে ২৩ রানে অপরাজিত থাকেন আয়েশা। গত মে মাসে দক্ষিণ আফ্রিকা সফরের পর প্রথম ম্যাচ খেলতে নামা শারমিন অপরাজিত থাকেন ৩৭ বলে ১৮ রানে।

সংক্ষিপ্ত স্কোর :
স্কটল্যান্ড : ১৮.৫ ওভারে ৪৭ (র‌্যাচেল ১৬, জ্যাক ১১; জাহানারা ২-১-৬-০, সালমা ২-০-৮-০, রুমানা ৪-১-৮-২, ফাহিমা ৩-২-১-৩)।
বাংলাদেশ : ১০ ওভারে ৫১/১ (আয়েশা ২৩*, শারমিন ১৮*)

ফল : বাংলাদেশ ৯ উইকেটে জয়ী।


শেয়ার করুন :


আরও পড়ুন

৪৩ রানেই অলআউট বাংলাদেশ, লজ্জার রেকর্ড

৪৩ রানেই অলআউট বাংলাদেশ, লজ্জার রেকর্ড

ওয়ানডে দলে নতুন চার মুখ, ফিরেছেন এনামুল-মোস্তাফিজ

ওয়ানডে দলে নতুন চার মুখ, ফিরেছেন এনামুল-মোস্তাফিজ

হারারেতে দানবীয় ব্যাটিংয়ে ইতিহাস গড়লেন ফিঞ্চ

হারারেতে দানবীয় ব্যাটিংয়ে ইতিহাস গড়লেন ফিঞ্চ

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের রোমাঞ্চকর জয়

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের রোমাঞ্চকর জয়