বাংলাদেশে অনুষ্ঠিতব্য নারী এশিয়া কাপের সূচি প্রকাশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৩ এএম, ২১ সেপ্টেম্বর ২০২২
বাংলাদেশে অনুষ্ঠিতব্য নারী এশিয়া কাপের সূচি প্রকাশ

ফাইল ছবি

নারীদের ২০২২ সালের এশিয়া কাপ অনুষ্টিত হবে বাংলাদেশে। প্রাকৃতিক সৌন্দর্যের শহর সিলেটে আয়োজন করা হয়েছে এবারের এশিয়া কাপের। ২০১৮ সালের এই প্রথম বাংলাদেশে নারীদের কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট অনুষ্টিত হবে। 

চলতি বছরের ১ অক্টোবর পর্দা উঠবে এবারের নারী এশিয়া কাপের। একই মাসের ১৫ তারিখ ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে নারীদের এশিয়া শ্রেষ্টত্বের লড়াইয়ের। রবিন রাউন্ড পদ্ধতি অনুযায়ী অনুষ্ঠিত হবে এবারের আসর।

আসন্ন এশিয়া কাপের জন্য মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সূচি অনুযায়ী প্রতিদিন দুইটা করে ম্যাচ মাঠে গড়াবে। প্রথমটি অনুষ্ঠিত হবে সকাল ৯.০০টায় এবং দ্বিতীয়টি দুপুর ১.৩০টায়। সাত দলের এই আসরে প্রত্যেক দল ছয়টি করে ম্যাচ খেলবে। 

গ্রুপপর্বের শীর্ষ চার দল অংশ নেবে সেমি ফাইনালে। পয়েন্ট টেবিলের এক নম্বর দল প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে চার নম্বর দলের। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দুই ও তিন নম্বর দল। ১৩ সেপ্টেম্বর একই দিনে অনুষ্ঠিত হবে ম্যাচ দু’টি। 

sportsmail24

টি-টোয়েন্টি সংস্করণে আয়োজিত এই টুর্নামেন্টে প্রথম ম্যাচে ১ অক্টোবর থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ও স্বাগতিক বাংলাদেশ। এরপর উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে আসরের সবচেয়ে সফল দল ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

এরপর ৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে সকাল ৯.০০টায় আসরের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে জ্যোতি-সালমা’রা। ৬ অক্টোবর মালয়েশিয়ার বিপক্ষে  তৃতীয় ম্যাচে ও ভারতের বিপক্ষে ৮ অক্টোবর চতুর্থ একই সময়ে মুখোমুখি হবে বাংলাদেশ।

একই সময়ে ১০ অক্টোবর শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিকরা। এরপর গ্রুপপর্বের শেষ ম্যাচে ১১ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে তারা।

সর্বশেষ ২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্টিত হয়েছিল নারীদের এশিয়া কাপ। যেখানে ফাইনালের শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল বাংলাদেশের মেয়েরা। এবার ঘরের মাঠে শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতি দল। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

সোহেলির স্পিন ঘূর্ণিতে স্কটল্যান্ডকে হারালো বাংলাদেশ

সোহেলির স্পিন ঘূর্ণিতে স্কটল্যান্ডকে হারালো বাংলাদেশ

এটি আমার ও পরিবারের জন্য গর্বের: জ্যোতি

এটি আমার ও পরিবারের জন্য গর্বের: জ্যোতি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের দল ঘোষণা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের দল ঘোষণা

বাংলাদেশে ২০২২ নারী এশিয়া কাপ শুরু ১ অক্টোবর

বাংলাদেশে ২০২২ নারী এশিয়া কাপ শুরু ১ অক্টোবর